PM Kisan Yojana: স্বামী-স্ত্রী দুজনেই পাচ্ছেন কিসান সম্মান নিধির টাকা! ৩১ লক্ষ গ্রাহকের খোঁজ পেল কেন্দ্র
PM Kisan Yojana Scheme: ৩১.০১ লক্ষ গ্রাহকের মধ্যে ১৯.০২ লক্ষ গ্রাহকের ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। ১৭.৮৭ লক্ষ গ্রাহক অর্থাৎ ৯৩ শতাংশ গ্রাহক, যারা স্বামী-স্ত্রী উভয় জালিয়াতিতে জড়িত। এরপরই কৃষি মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়।

নয়া দিল্লি: জালিয়াতি হচ্ছে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধিতে? ৩১.০১ লক্ষ গ্রাহককে সন্দেহজনক বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। দেখা গিয়েছে, স্বামী ও স্ত্রী-দুইজনেই কিসান সম্মান নিধির সুবিধা পাচ্ছেন। কৃষি ও কৃষক কল্য়াণ মন্ত্রকের তরফে করা যাচাই অভিযানের সময় এই তথ্য উঠে এসেছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ৩১.০১ লক্ষ গ্রাহকের মধ্যে ১৯.০২ লক্ষ গ্রাহকের ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। ১৭.৮৭ লক্ষ গ্রাহক অর্থাৎ ৯৩ শতাংশ গ্রাহক, যারা স্বামী-স্ত্রী উভয় জালিয়াতিতে জড়িত। এরপরই কৃষি মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয় এবং ১৫ অক্টোবরের মধ্যে কিসান সম্মান নিধি যোজনা প্রকল্পের গ্রাহকদের যাচাই সম্পন্ন করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি আনা হয়েছিল কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য়। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন। বর্তমানে মোট গ্রাহকের সংখ্যা ৯.৭ কোটি গ্রাহক প্রকল্পের সুবিধা পান। এই যোজনার অধীনে বছরে ৬ হাজার টাকা তিন কিস্তিতে দেওয়া হয়। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই এই টাকা ট্রান্সফার করা হয়। এই যোজনার নিয়ম অনুযায়ী, কৃষক পরিবারের একজন সদস্যই সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই যোজনায় দেশে মোট ১.৭৬ লক্ষ গ্রাহক নাবালক ও পরিবারের অন্য সদস্য সুবিধা পাচ্ছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে নতুন পিএম কিসান যোজনার সুবিধাভোগীদের রেজিস্ট্রেশনের জন্য কিসান আইডি বাধ্যতামূলক করা হয়েছে। এই আইডি ছাড়া কিসান সম্মান নিধির সুবিধা পাওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ বাজেটে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার জন্য মোট ৬৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
