PM Modi News: কুয়েত সফরে গিয়ে সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
PM Modi News: কুয়েত সফরে গিয়ে নয়া পালক ভারতের প্রধানমন্ত্রীর মুকুটে। মধ্যপ্রাচ্যের এই দেশে সফরে গিয়ে সেদেশের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: কুয়েত সফরে গিয়ে নয়া পালক ভারতের প্রধানমন্ত্রীর মুকুটে। মধ্যপ্রাচ্যের এই দেশে সফরে গিয়ে সেদেশের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী। ‘দ্যা অর্ডার অব মুবারাক আল কবির’ সম্মান দেওয়া হল তাঁকে। অন্য রাষ্ট্র দ্বারা প্রদত্ত ২০ তম আন্তর্জাতিক সম্মান পেলেন মোদী।
মূলত, রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্র প্রধান কিংবা কোনও রাষ্ট্রের রাজপরিবারের সদস্যকে এই সম্মান বন্ধুত্বের প্রতীক রূপে দিয়ে থাকে কুয়েত। এবার সেই সম্মান পেলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী। অবশ্য, মোদীর আগেই এই সম্মানটি পেয়েছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস ও আরও এক মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ।
দু’দিনের সফরে উপসাগরীয় এই দেশে গিয়েছেন ভারতের প্র্রধানমন্ত্রী। ৪৩ বছর পর প্রথমবার কুয়েতের মাটিতে পা পড়ল ভারতের কোনও রাষ্ট্রপ্রধানের। এর আগে ১৯৮১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তার পর সরাসরি নরেন্দ্র মোদী গেলেন এই দেশে। সেখানকার যুবরাজ আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের-আল-সাবাহের আমন্ত্রণে সাড়া দিয়ে সেদেশে পা দিলেন মোদী।
সম্ভবনা রয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের। সম্পর্কে দৃঢ়তা তৈরির। আর এসবের মাঝেই প্রধানমন্ত্রীর ঝুলিতে নতুন আন্তর্জাতিক সম্মান। প্রসঙ্গত, কুয়েতে পৌঁছেই সেদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন মোদী। কুয়েতে বিরাট সংখ্যক ভারতীয়দের উপস্থিতি দেখে ‘মিনি হিন্দুস্তান’ বলেও আখ্যা দেন তিনি।