PM Modi to Inaugurate Samruddhi Mahamarg: নাগপুর-শিরডির ৫২০ কিমি রাস্তা জুড়েছে ‘সমৃদ্ধি মহামার্গ’, রবিতে উদ্বোধন করবেন মোদী

PM Modi to Inaugurate Samruddhi Mahamarg: রবিবার সমৃদ্ধি মহামার্গের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়েগুলির মধ্যে অন্যতম একটি এই এক্সপ্রেসওয়ে।

| Edited By: | Updated on: Dec 10, 2022 | 7:04 PM
শেষ হয়েছে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজ। আর আগামিকাল অর্থাৎ ১১ ডিসেম্বর তা উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এই 'সমৃদ্ধি মহামার্গ' এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। আগামিকাল তিনি মহারাষ্ট্রের নাগপুর শহর পরিদর্শন করবেন। ৫২০ কিলোমিটার অতিক্রম করে নাগপুর ও শিরডিকে সংযোগকারী 'সমৃদ্ধি মহামার্গের' প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।

শেষ হয়েছে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজ। আর আগামিকাল অর্থাৎ ১১ ডিসেম্বর তা উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এই 'সমৃদ্ধি মহামার্গ' এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। আগামিকাল তিনি মহারাষ্ট্রের নাগপুর শহর পরিদর্শন করবেন। ৫২০ কিলোমিটার অতিক্রম করে নাগপুর ও শিরডিকে সংযোগকারী 'সমৃদ্ধি মহামার্গের' প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।

1 / 5
৭০১ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে। প্রায় ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে। এটি ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়েগুলির মধ্যে একটি।

৭০১ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে। প্রায় ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে। এটি ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়েগুলির মধ্যে একটি।

2 / 5
 মহারাষ্ট্রের ১০ টি জেলা এবং অমরাবতী, ঔরঙ্গাবাদ ও নাসিকের মতো প্রধান শহুরে এলাকার মধ্য দিয়ে যায় এই এক্সপ্রেসওয়ে। এটি দাবি করা হচ্ছে, এই এক্সপ্রেসওয়ে হওয়ার ফলে আশপাশের আরও ১৪ টি জেলার মধ্যে যোগাযোগ উন্নত করতে সহায়তা করবে। এটি বিদর্ভ, মারাঠওয়াড়া এবং উত্তর মহারাষ্ট্রের অঞ্চল সহ রাজ্যের প্রায় ২৪ টি জেলার উন্নয়নে সহায়তা করবে।

মহারাষ্ট্রের ১০ টি জেলা এবং অমরাবতী, ঔরঙ্গাবাদ ও নাসিকের মতো প্রধান শহুরে এলাকার মধ্য দিয়ে যায় এই এক্সপ্রেসওয়ে। এটি দাবি করা হচ্ছে, এই এক্সপ্রেসওয়ে হওয়ার ফলে আশপাশের আরও ১৪ টি জেলার মধ্যে যোগাযোগ উন্নত করতে সহায়তা করবে। এটি বিদর্ভ, মারাঠওয়াড়া এবং উত্তর মহারাষ্ট্রের অঞ্চল সহ রাজ্যের প্রায় ২৪ টি জেলার উন্নয়নে সহায়তা করবে।

3 / 5
এখান থেকে প্রধানমন্ত্রী নাগপুর ও শিরডিকে সংযোগকারী ৫২০ কিলোমিটার দীর্ঘ 'সমৃদ্ধি মহামার্গের' প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। আগামিকাল এখান থেকে গোয়ায় যাবেন প্রধানমন্ত্রী, সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তার।

এখান থেকে প্রধানমন্ত্রী নাগপুর ও শিরডিকে সংযোগকারী ৫২০ কিলোমিটার দীর্ঘ 'সমৃদ্ধি মহামার্গের' প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। আগামিকাল এখান থেকে গোয়ায় যাবেন প্রধানমন্ত্রী, সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তার।

4 / 5
এদিকে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধনের পাশাপাশি নাগপুর মেট্রোর দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদর্ভে এক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের সূচনা করবেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে নাগপুরের ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। তারপর শহরের রেলস্টেশনে যাবেন। সেখানে তিনি বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা উত্তোলন করবেন। গোয়া রওনা হওয়ার আগে দিনের বেলায় শহরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মোদী।

এদিকে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধনের পাশাপাশি নাগপুর মেট্রোর দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদর্ভে এক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের সূচনা করবেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে নাগপুরের ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। তারপর শহরের রেলস্টেশনে যাবেন। সেখানে তিনি বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা উত্তোলন করবেন। গোয়া রওনা হওয়ার আগে দিনের বেলায় শহরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মোদী।

5 / 5
Follow Us: