PM Modi: ইন্দিরা গান্ধীকে টপকে গেলেন নরেন্দ্র মোদী, সামনে শুধু নেহরু
PM Modi: প্রধানমন্ত্রী হিসেবে এই যাত্রাপথে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন মোদী। তাঁর জন্ম ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী, যাঁর জন্ম স্বাধীন ভারতে হয়েছে। আবার অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে বেশিদিন ওই পদে থাকার রেকর্ড ইতিমধ্যেই তাঁর দখলে।

নয়াদিল্লি: ২০১৪ সালের ২৬ মে। প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। তারপর কেটে গিয়েছে ১১ বছর। তাঁর নেতৃত্বে এনডিএ কেন্দ্রে তৃতীয়বার সরকার গড়েছে। আর শুক্রবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী পদে টানা ৪ হাজার ৭৮ দিন পূর্ণ করলেন তিনি। একটানা বেশিদিন প্রধানমন্ত্রী পদে থাকার তালিকায় ইন্দিরা গান্ধীকে পেরিয়ে গেলেন। একটানা বেশিদিন প্রধানমন্ত্রী থাকার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মোদী। তাঁর সামনে এখন শুধু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ পর্যন্ত একটানা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। টানা ৪ হাজার ৭৭ দিন। দেশে জরুরি অবস্থা প্রত্যাহারের পর নির্বাচনে হেরে যান ইন্দিরা। সেখানে গত বছর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ডে ইন্দিরাকে পিছনে ফেললেন মোদী।
প্রধানমন্ত্রী হিসেবে এই যাত্রাপথে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন মোদী। তাঁর জন্ম ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী, যাঁর জন্ম স্বাধীন ভারতে হয়েছে। আবার অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে বেশিদিন ওই পদে থাকার রেকর্ড ইতিমধ্যেই তাঁর দখলে। তিনিই প্রথম এবং একমাত্র অকংগ্রেসি নেতা, যিনি পরপর ২ বার প্রধানমন্ত্রী পদে মেয়াদ পূর্ণ করেছেন। আবার তিনি একমাত্র অকংগ্রেসি নেতা, যাঁর দল লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার নজির গড়েছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর দলের নেতা হিসেবে তিনি পরপর তিনবার নির্বাচনে জিতেছেন। আবার মোদী দেশের একমাত্র ব্যক্তি, যিনি দলের পরিষদীয় নেতা হিসেবে পরপর ৬টি নির্বাচনে জিতলেন। তার মধ্যে ২০০২ সাল থেকে তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী হন।
একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় সবার আগে রয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ১৯৪৭ সালের ১৫ অগস্ট থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। টানা ১৬ বছর ২৮৬ দিন। রাজনীতির কারবারিরা বলছেন, ২০২৯ সালে নির্বাচনে বিজেপি জিতলে সেই রেকর্ডও টপকে যাওয়ার সুযোগ রয়েছে মোদীর।
তবে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার তালিকায় এখনও নেহরুর পাশাপাশি ইন্দিরার পিছনে রয়েছেন বছর চুয়াত্তরের মোদী। কারণ, ১৯৭৭ সালে পরাজয়ের পর ১৯৮০ সালে নির্বাচনে জয়ী হয় কংগ্রেস। ১৯৮০ সালের ১৪ জানুয়ারি আবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন ইন্দিরা। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী পদে থাকাকালীন দেহরক্ষীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। ফলে একটানা ৪ হাজার ৭৭ দিনের পরে আরও সাড়ে চার বছরের বেশি প্রধানমন্ত্রী ছিলেন নেহরু-কন্যা ইন্দিরা। সেদিক থেকে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার তালিকায় এখনও তাঁর পরে রয়েছেন মোদী।

