পুরী: গলির মোড় থেকে বড় রাস্তা। চতুর্দিকে থিকথিকে ভিড়। পা রাখার জায়গা নেই জগন্নাথ ধামে। নাহ, রথযাত্রা নয়, পুরীতে জনজোয়ার নামল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শোতে। সোমবার ওড়িশার পুরীর মন্দিরের সামনেই গ্রান্ড রোড ধরে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকাল থেকেই ভিড় ছিল রাস্তাঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী রোড-শো শুরু করতেই চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হয়। বিজেপি প্রার্থী সম্বিত পাত্র ও বিজেপি বিধায়ক জয়ন্ত সারাঙ্গির হয়ে প্রচার করেন প্রধানমন্ত্রী মোদী। মারচিকোট চক থেকে রোডশো শুরু হয়।
#WATCH | Prime Minister Narendra Modi conducts a roadshow in Puri, Odisha in support of BJP candidate from the Parliamentary constituency, Sambit Patra.#LokSabhaElections2024 pic.twitter.com/kcLTOoCey8
— ANI (@ANI) May 20, 2024
প্রধানমন্ত্রীকে দেখে এক সমর্থক বলেন, “ওড়িশার মানুষ এবার পরিবর্তন চান। যেভাবে ভিকে পান্ডিয়ান একা প্রচার করছেন, বিজেডি নেতাদের দেখা যাচ্ছে না, তাতে ওড়িশার জনগণ দুঃখ পেয়েছে। এবার আমরা রাজ্যের উন্নতির জন্য পরিবর্তন চাই। মোদীর গ্যারান্টিতে ভরসা রয়েছে।”