VIDEO: ফাঁকা মাঠে গোল, বিজেপিকে আটবার ‘ভোট’ দিলেন রাজন! হুলুস্থুলু কাণ্ড তারপর…

ঈপ্সা চ্যাটার্জী |

May 20, 2024 | 10:41 AM

Vote Rigging: ভিডিয়োয় দেখা যায়, ইভিএমে বারবার বিজেপির বোতামে চাপ দিচ্ছেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োও পোস্ট করেন। নিজের আট আঙুলে ভোটের কালিও লাগানোর ছবি দেখান ওই যুবক।

VIDEO: ফাঁকা মাঠে গোল, বিজেপিকে আটবার ভোট দিলেন রাজন! হুলুস্থুলু কাণ্ড তারপর...
৮বার ছাপ্পা ভোট দেন যুবক।
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: একবার নয়, আট-আটবার ভোট। দুই হাত মিলিয়ে আট আঙুলে লাগানো হল কালিও। বিজেপিকে আটবার ভোট দিলেন যুবক। সোশ্যাল মিডিয়ায় ছাপ্পা ভোটের ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গেল। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

রাজন সিং নামক উত্তর প্রদেশের এক যুবক বিজেপিকে আটবার ভোট দেন। ভোট দেওয়ার সেই ভিডিয়োও রেকর্ড করেন ওই যুবক। ভিডিয়োয় দেখা যায়, ইভিএমে বারবার বিজেপির বোতামে চাপ দিচ্ছেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োও পোস্ট করেন। নিজের আট আঙুলে ভোটের কালিও লাগানোর ছবি দেখান ওই যুবক।

জানা গিয়েছে, উত্তর প্রদেশের ফারুখাবাদ কেন্দ্রে ভোট দেন ওই যুবক। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকেশ রাজপুত।

ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে যায়। কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি ছাপ্পা ভোট নিয়ে সরব হয়। সপা প্রধান অখিলেশ যাদবও ছাপ্পা ভোটের ভিডিয়ো পোস্ট করেন। এরপরই পুলিশে এফআইআর দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই নির্বাচনে কারচুপির অভিযোগে রবিবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে। কমিশন ওই যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে। বুথে ওই সময় যত জন আধিকারিক উপস্থিত ছিলেন, তাদের সকলকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলেই জানানো হয়েছে।

Next Article