PM Narendra Modi: কাশী বিশ্বনাথের পর উদ্বোধন মহাকাল লোক করিডরের, ‘যোগী’ বেশে পুজো দিলেন প্রধানমন্ত্রী
Mahakal Lok Corridor: ৯০০ মিটার দীর্ঘ এই করিডরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, "৮৫০ কোটি টাকা খরচে গঠিত এই মহাকাল লোক করিডরের ফলে পুণ্যার্থীদের মন্দিরে আসতে আরও সুবিধা হবে।"
ভোপাল: কাশী বিশ্বনাথের পর আরও একটি জ্যোতির্লিঙ্গকে ঘিরে তৈরি করা হল করিডর। মঙ্গলবার বিকেলে মধ্য প্রদেশের উজ্জয়নে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দিরের জন্য মহাকাল লোক করিডরের প্রথম ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮৫০ কোটি টাকা খরচে তৈরি এই করিডর তৈরি করা হয়েছে পুণ্যার্থী ও দর্শনার্থীদের সুবিধার জন্য, এ কথাই বলেন প্রধানমন্ত্রী মোদী। এতে গোটা মধ্য প্রদেশের পর্যটনই আরও সমৃদ্ধ হবে বলে জানান তিনি।
মঙ্গলবার বিকেলে উজ্জয়নের মহাকাল মন্দিরের জন্য তৈরি নতুন করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূজার্চনার মাধ্যমে, শঙ্খ-ঘণ্টাধ্বনিতে করিডরের প্রথম অংশের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ওই করিডরের পথ ধরেই মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মধ্য় প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
किसी राष्ट्र का सांस्कृतिक वैभव इतना विशाल तभी होता है, जब उसकी सफलता का परचम, विश्व पटल पर लहरा रहा होता है।
सफलता के शिखर तक पहुँचने के लिए ये जरूरी है कि राष्ट्र अपने सांस्कृतिक उत्कर्ष को छुए, अपनी पहचान के साथ गौरव से सर उठाकर खड़ा हो।
– पीएम @narendramodi#ShriMahakalLok pic.twitter.com/73brpbc2Y7
— BJP (@BJP4India) October 11, 2022
৯০০ মিটার দীর্ঘ এই করিডরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “৮৫০ কোটি টাকা খরচে গঠিত এই মহাকাল লোক করিডরের ফলে পুণ্যার্থীদের মন্দিরে আসতে আরও সুবিধা হবে। এই করিডরেই বিশ্বমানের নানা আধুনিক পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। সেই অভিজ্ঞতাও নিতে পারবেন পুণ্যার্থীরা।”
प्रधानमंत्री श्री @narendramodi ने उज्जैन, मध्य प्रदेश में श्री महाकाल लोक का अनावरण किया।#ShriMahakalLok pic.twitter.com/MKLkd18k1e
— BJP (@BJP4India) October 11, 2022
প্রধানমন্ত্রী বলেন, “উজ্জয়নের প্রতিটি কোণা থেকে প্রতিফলিত হচ্ছে আধ্য়াত্মিক শক্তি। বিগত কয়েক হাজার বছর ধরে উজ্জয়ন দেশের প্রতিটি কোণে সাহিত্য, জ্ঞান, মর্যাদা ও সমৃদ্ধি পৌঁছে দিয়েছে। উদ্ভাবনের সঙ্গেই জড়িত থাকে সংস্কার। কয়েক দশক দাসত্বে থেকে ভারতের যে ক্ষতি হয়েছে, তারই সংস্কার করছে আজ ভারত। বর্তমানে আমাদের দেশ হারিয়ে যাওয়া ঐতিহ্যকেই পুনর্স্থাপন করছে।”
কী কী রয়েছে মহাকাল করিডরে?
- প্রথম ধাপে ১ কিলোমিটার দীর্ঘ করিডর তৈরি করা হয়েছে, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
- এই করিডরে শিবের তাণ্ডব রূপকে তুলে ধরা হয়েছে। ১০৮টি স্তম্ভে কারুকাজের মাধ্যমে শিবের তাণ্ডবের বিভিন্ন কাহিনি তুলে ধরা হয়েছে।
- তৈরি করা হয়েছে শিবের ২০০টি মূর্তি।
- মন্দিরের পাশেও বসানো হয়েছেে ৯৩টি মূর্তি। শিব-পার্বতীর বিবাহের বিশালাকার এক মূর্তিও তৈরি করা হয়েছে।
- প্রত্যেকটি মূর্তির গায়ে রয়েছে একটি কিউআর কোড। এই কোড স্ক্যান করলেই মোবাইলে দেখা যাবে শিবপূরাণের কাহিনি।