PM Narendra Modi: জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামে যুব-ছাত্রদের যোগ দেওয়ার আহ্বান মোদীর
G-20 University connect programme: আজ, মঙ্গলবার নয়া দিল্লির ভারত মণ্ডপম-এ বসতে চলেছে জি-২০ ইউনিভার্সিটি সংযোগ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তরুণ পেশাদারদের যোগ দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এব্যাপারে তিনি টুইটও করেছেন।
নয়া দিল্লি: জি-২০ সামিট সম্পর্কে যুবদের অভিজ্ঞতা শুনতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, মঙ্গলবার নয়া দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ বসতে চলেছে জি-২০ ইউনিভার্সিটি সংযোগ অনুষ্ঠান (G20 University Connect programme)। সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তরুণ পেশাদারদের যোগ দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এব্যাপারে তিনি টুইটও করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইট পোস্টে লিখেছেন, “স্পেশাল জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট অনুষ্ঠানে আমি আমাদের যুবশক্তির অভিজ্ঞতা শুনতে চাই। তাঁদের সমৃদ্ধশালী যাত্রা আমাদের জাতির যুবকদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলবে। সকল যুব তারকাদের এই অনন্য প্রচেষ্টার সঙ্গে সংযুক্ত হওয়ার আবেদন জানাচ্ছি।”
I invite the youth of India to join the finale of the G20 University Connect programme on 26th September. It is the culmination of an extensive effort to deepen the connect between India’s G20 Presidency and students. I look forward to interacting with India’s Yuva Shakti… pic.twitter.com/tHODQcYiPO
— Narendra Modi (@narendramodi) September 24, 2023
সোশ্যাল প্ল্যাটফর্ম লিঙ্কডইন-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “গত এক বছরে জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রাম ভারতের যুবদের একত্রিত করেছে। সারা বছর ধরে এই উদ্যোগ চলেছে এবং এটি অত্যন্ত সন্তোষজনক ফল দিয়েছে বলে প্রমাণতি হয়েছে। এটি বিশ্বকে দেখায় যে, কীভাবে আমাদের তরুণরা প্রাণবন্ত সাংস্কৃতিক দূত হিসাবে আবির্ভূত হয়েছে এবং জি-২০ সৌভ্রাতৃত্বের সঙ্গে স্থায়ী সংযোগ স্থাপন করেছে।” এপ্রসঙ্গে সকল ছাত্রদের জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “সকল জনগণকে, বিশেষত বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যাঁরা আরও শিক্ষা গ্রহণে আগ্রহী, সেই তরুণ পেশাদারদের আগামী ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার ভারত মণ্ডপে অনুষ্ঠিত হতে চলা জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছি।”
‘ভারত মণ্ডপম’-এ আয়োজিত জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট অনুষ্ঠানে ছাত্রদের যোগদানের কথা গত রবিবার সম্প্রচারিত ‘মন কি বাত’ অনুষ্ঠানেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা করবেন বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।