PM Narendra Modi: বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে মোদী, বাইডেন-সুনক তালিকার কোন স্থানে রয়েছেন?
Popular global leader: জনপ্রিয় নেতা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝুলিতে পড়েছে ৭৬ শতাংশ ভোট। তাঁর ধারে-কাছে জো বাইডেন, ঋষি সুনকের মতো বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতারা। এটা তাঁর প্রতি জনগণের আস্থার বিশ্বব্যাপী স্বীকৃতি বলে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নয়া দিল্লি: ফের শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে শীর্ষস্থান পেলেন তিনি। মার্কিন সংস্থা ‘মর্নিং কনসাল্ট’ -এর সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। জনপ্রিয় নেতা হিসাবে নমো-র ঝুলিতে পড়েছে ৭৬ শতাংশ ভোট। তাঁর ধারে-কাছে নেই জো বাইডেন, ঋষি সুনকের মতো বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতারা। এটা দেশবাসীর জীবনযাত্রার মান উন্নীত করার নিঃস্বার্থ প্রচেষ্টা ও তাঁর প্রতি জনগণের আস্থার বিশ্বব্যাপী স্বীকৃতি বলে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার-এর রিপোর্ট অনুসারে, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নেতা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন ৭৬ শতাংশ মানুষ। তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন ১৮ শতাংশ মানুষ। আর ৬ শতাংশ মানুষ কোনও মতামত জানাননি।
The latest Morning Consult survey shows that PM @narendramodi Ji’s popularity remains unrivalled among global leaders.
This is not only a testament to the success of the Modi doctrine in foreign policy but also a global recognition of Modi Ji’s undeterred achievements in lifting… pic.twitter.com/yuuYz5zYIi
— Amit Shah (@AmitShah) September 15, 2023
জনপ্রিয় নেতা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাইন বারসেট এবং মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। তাঁদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৬৪ শতাংশ ও ৬১ শতাংশ। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে দ্বিতীয় জনপ্রিয় নেতা বারসেটের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানের মধ্যে খুব বেশি ফারাক নেই। এরপর চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি পেয়েছেন ৪৯ শতাংশ সমর্থন। ৪৮ শতাংশ ভোট পেয়ে পঞ্চম স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজ।
অন্যদিকে, জনপ্রিয় নেতার তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন সপ্তম স্থান। তাঁর প্রাপ্ত ভোট ৪০ শতাংশ। ৪২ শতাংশ সমর্থন পেয়ে তাঁর আগে ষষ্ঠ স্থান পেয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩৭ শতাংশ ভোট নিয়ে দশম স্থান পেয়েছেন। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক পেয়েছেন মাত্র ২৭ শতাংশ ভোট। ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর স্থানও তালিকার নীচের দিকে, জনপ্রিয় নেতা হিসাবে তিনি মাত্র ২৪ শতাংশ সমর্থন পেয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সামিট বিশেষ সাফল্য পেয়েছে। এই সামিটে যোগ দিতে দিল্লি এসেছিলেন ৪০ জন রাষ্ট্রনেতা-সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই সামিটকে কেন্দ্র করে রাজকীয় আয়োজন হয়েছিল রাজধানীতে। দু-দিনের সামিট শেষে আগামী বছরের জি-২০-র ভার ব্রাজিলের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন নমো। জি-২০-র সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও জনপ্রিয়তাকে এক অন্য মাত্রা দিয়েছে।
