AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ২৪ বছর আগে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কী বলেছিলেন তাঁর মা? ছবি শেয়ার করে আবেগঘন মোদী

PM Narendra Modi shares nostalgic pictures: ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদী। সেই শপথগ্রহণের ছবি এদিন এক্স হ্যান্ডলে তিনি পোস্ট করেন। ২০০১ থেকে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এদিন এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, "সরকারের প্রধান হিসেবে ২৫ তম বর্ষে পা রাখলাম।"

PM Modi: ২৪ বছর আগে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কী বলেছিলেন তাঁর মা? ছবি শেয়ার করে আবেগঘন মোদী
গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথের ছবি শেয়ার করলেন নরেন্দ্র মোদীImage Credit: X handle
| Updated on: Oct 07, 2025 | 9:43 PM
Share

নয়াদিল্লি: আজ সারা বিশ্ব তাঁকে চেনে। তাঁর বাগ্মিতায় মুগ্ধ বিশ্বের রাষ্ট্রনেতারা। বিশ্বের যে প্রান্তেই যান, ‘মোদী মোদী’ স্লোগানে মুখরিত হয় চারদিক। কিন্তু, আজ থেকে ২৪ বছর আগে তিনি যখন প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন কেমন অনুভূতি হয়েছিল? ২৪ বছর আগে আজকের দিনে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সেই ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি শেয়ার করে আবেগঘন মোদী জানালেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর মা হীরাবেন মোদী তাঁকে কী কথা বলেছিলেন।

২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদী। সেই শপথগ্রহণের ছবি এদিন এক্স হ্যান্ডলে তিনি পোস্ট করেন। ২০০১ থেকে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এদিন এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “সরকারের প্রধান হিসেবে ২৫ তম বর্ষে পা রাখলাম। দেশবাসীর এই ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানাই।” সেইসময় গুজরাটের অবস্থার কথাও বর্ণনা করেছেন মোদী। তিনি শপথ নেওয়ার আগে রাজনৈতিক অস্থিরতা, পরপর খরা, সুপার সাইক্লোন। আবার তাঁর শপথের কয়েকমাস আগে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল গুজরাট। রাজ্যের মানুষের সমস্যা দূর করে ঘুরে দাঁড়ানোই তাঁর লক্ষ্য ছিল বলে মোদী জানান।

এদিন মায়ের কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মোদী। এক্স হ্যান্ডলে মোদী লেখেন, “মনে আছে, আমি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মা আমাকে বলেছিলেন, ‘তোমার কাজ সম্পর্কে আমি খুব বেশি বুঝি না। কিন্তু, আমি দুটো বিষয় চাই। প্রথমত, তুমি সবসময় গরিবদের জন্য কাজ করবে। আর দ্বিতীয়ত, তুমি কখনও ঘুষ নেবে না।’ আমিও জনগণকে বলেছিলাম, আমি যা কিছু করব, তা সর্বোত্তম উদ্দেশ্য নিয়ে করব। আর কোনও লাইনে দাঁড়িয়ে থাকা একদম শেষ ব্যক্তির সেবা করার উদ্দেশ্যকে সামনে রেখে অনুপ্রাণিত হব।”

গুজরাটের উন্নয়নের কথা তুলে ধরে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, “খরা প্রবণ গুজরাট কৃষিতে দেশের সেরা রাজ্য হয়ে ওঠে। নিয়মিত কারফিউ জারি করা অতীতের পাতায় ঠাঁই পায়।” তাঁর আমলে গুজরাটের শিল্প যে গতি পায়, সেকথাও তুলে ধরেন মোদী।