PM Narendra Modi : ‘কংগ্রেস খারাপ কথা বলার বরাত অন্য কাউকে দিয়েছে’, নাম না করে আপকে তোপ নমোর
PM Narendra Modi : রাজকোটের জনসভা থেকে আপ ও কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেছেন, কংগ্রেস নিজের স্ট্র্যাটেজি বদল করেছে।
গান্ধীনগর: বছর শেষেই বিধানসভা নির্বাচন মোদী-শাহের রাজ্যে। নির্বাচনের লক্ষ্যে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আর এই নির্বাচনে প্রথম থেকেই নিজেদের ছাপ তৈরি করতে উদ্যত আম আদমি পার্টি। সেই লক্ষ্যে প্রথম থেকেই গুজরাটে জনসংযোগে ঝাঁপিয়ে পড়েছে কেজরীবালের দল। সেই মর্মে একাধিকবার গুজরাট সফরেও গিয়েছিলেন কেজরী। এবার মঙ্গলবার রাজকোটের জনসভা থেকে নাম না করেই আপের উপর আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কংগ্রেসকেও বিঁধলেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, ‘আপনি টিভিতে কোনও ক্রিকেট ম্যাচ দেখলে বল কোনদিকে যাচ্ছে তা বেশি ভাল বোঝা যায় গ্যালারিতে দেখার থেকে। সেরকমই আমি দিল্লিতে বসে বেশি ভাল বুঝতে পারি এখানে কী ধরনের খেলা চলছে।’ বিরোধীদের উদ্দেশ্য করে মোদী এদিন বলেছেন যে গত দুই দশক ধরে বিরোধীরা তাঁকে বিরক্ত করার চেষ্টা করছিলেন। তিনি বলেছেন, ‘কিন্তু গুজরাটের মানুষ তাঁদের সেই প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছেন। প্রত্যেকটি নির্বাচনে তাঁরা আমাকে “মওত কা সওদাগর” বলে অসম্মান করা হয়।’ উল্লেখ্য, ২০০৭ সালে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী প্রথম এই উক্তিটি ব্যবহার করেছিলেন। যদিও তিনি পরে জানিয়েছিলেন মওত নয়, তিনি মতের (ভোট) কথা বলেছেন। সে বছর ১৮২ টি আসনের মধ্যে ১১৭ টি আসন পেয়ে গুজরাটে ক্ষমতায় এসেছিল।
এদিন কংগ্রেসকে ঠুকে মোদী বলেছেন, কংগ্রেস নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছে। তিনি বলেন, ‘তাঁরা কোনও পথসভা বা সাংবাদিক সম্মেলন করছেন না…যদি এসব করেও থাকেন তাঁরা আমার বিরুদ্ধে এখন নিন্দাজনক কোনও কথা বলছেন না। কংগ্রেস চুপিসারে কাজ করছে। গ্রামে যাচ্ছে, চোখের জল ফেলছে এবং ভোটের জন্য মানুষের কাছে ভিক্ষা জানাচ্ছে। আমার বিরুদ্ধে কুকথা বলার বরাত অন্যদের দেওয়া হয়েছে।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখানে আম আদমি পার্টিকে এই বরাত দেওয়ার কথাই বলেছেন মোদী।
প্রসঙ্গত, ২০২২ সালে পঞ্জাবে সরকার গঠনের পর এখন গুজরাটের দিকে নজর আপের। এখন দিল্লির বাইরে আপের ক্ষমতা বিস্তারে উঠে পড়ে লেগেছেন কেজরীবাল। এবার কেজীরকে নিশানা করেই মোদী এদিন বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে মোদী সরকার। নাম না করে আপকে নিশানা করে মোদী বলেন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁরা সরকারি সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, ‘দুর্নীতির অভিযোগে বিদ্ধ ব্যক্তিরা বিষয়টি তদন্তকারী সরকারি সংস্থাগুলোর ওপর দোষ চাপিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদের জবাবদিহি করতে হবে। আমি আপনাজদের কাছে জানতে চাই আমি কি দায়িত্ব পালন করব?’ প্রসঙ্গত, নয়া আবগারি নীতিতে দুর্নীতি নিয়ে আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। এর মধ্যেই নাম না করে আপকে বিঁধলেন মোদী।