AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi to Address Nation: আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী, আবার বড় কোনও ঘোষণা?

PM Narendra Modi: আজ, রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। কেন্দ্রীয় সূত্রে এমনটাই খবর। তবে কী বিষয়ে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, তা এখনও জানানো হয়নি। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে কী ঘোষণা করতে পারেন তিনি, তা নিয়ে।  

PM Modi to Address Nation: আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী, আবার বড় কোনও ঘোষণা?
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: Sep 21, 2025 | 12:14 PM
Share

নয়া দিল্লি: জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। কেন্দ্রীয় সূত্রে এমনটাই খবর। তবে কী বিষয়ে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, তা এখনও জানানো হয়নি। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে কী ঘোষণা করতে পারেন তিনি, তা নিয়ে।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ঘোষণার দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আগামিকাল, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে জিএসটির নতুন কর স্ল্যাব। অন্যদিকে, এইচ-১বি ভিসা নিয়ে নয়া মার্কিন নীতি নিয়েও শোরগোল পড়ে গিয়েছে। বিশেষ করে বিদেশি তথ্য প্রযুক্তি সংস্থায় ভারতীয়দের ভবিতব্য নিয়ে সংশয় তৈরি হয়েছে।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে বসার পর নরেন্দ্র মোদী একাধিকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নানা গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত ঘোষণা করতে।

২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নোটবন্দির ঘোষণা করেন। বাতিল করে দেওয়া হয় ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট।

২০১৯ সালের ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে বালাকোট এয়ারস্ট্রাইকের কথা জানান, যা পুলওয়ামা হামলার জবাব ছিল।

২০২০ সালের ২৪ মার্চ প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশে ভাষণ দিয়েই ৩ সপ্তাহের প্রথম লকডাউনের ঘোষণা করেছিলেন। ১৪ এপ্রিল তিনি সেই লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন। মে মাসে লকডাউন শিথিল করার ঘোষণাও করেছিলেন জাতির উদ্দেশে ভাষণে।

২০২৫ সালের ১২ মে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন। পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনা কীভাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল, সে কথা জানান প্রধানমন্ত্রী।