PM Modi: বিরসা মুন্ডার জন্মস্থান থেকে ‘বিকশিত সংকল্প যাত্রা’র সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী

viksit bharat sankalp yatra: সূত্রের মতে, দেশের আদিবাসীদের ক্ষমতায়নের লক্ষ্যে বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। ১৫ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদী বিশেষত দুর্বল আদিবাসী গোষ্ঠীগুলির উন্নয়নে এই অভিযান চালু করবেন। এর মাধ্যমে আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করা হবে।

PM Modi: বিরসা মুন্ডার জন্মস্থান থেকে 'বিকশিত সংকল্প যাত্রা'র সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি)Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 9:47 PM

কুমার কুন্দন, নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের খুন্তি থেকে বিকশিত ভারত অভিযান শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত দশ বছরে জনগণের জন্য কেন্দ্রীয় সরকার যে যে কাজ করেছে, তার এক ঝলক দেখা যাবে এই অভিযানে। এর সঙ্গে উপজাতিদের জীবনযাত্রার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সামগ্রিক পরিকল্পনার চিত্র তুলে ধরা হবে। সূত্রের খবর, দেশের ২৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে যাবে বিকশিত ভারত রথ। দেশের ৬৯টি জেলার ৩৯৩টি ব্লক ও ৮৯৪০টি গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে যাবে এই রথ ।

বিকশিত ভারত যাত্রা

সূত্রের মতে, দেশের আদিবাসীদের ক্ষমতায়নের লক্ষ্যে বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। ১৫ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদী বিশেষত দুর্বল আদিবাসী গোষ্ঠীগুলির উন্নয়নে এই অভিযান চালু করবেন। এর মাধ্যমে আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করা হবে।

কীভাবে বদলে যাচ্ছে আদিবাসীদের জীবন?

সূত্রের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসীদের কল্যাণে ২৪,০০০ কোটি টাকার একটি প্রকল্প চালু করেছেন। সেই সঙ্গে স্বাধীনতার পর এই প্রথম আদিবাসী গর্ব দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পিভিটিজি অভিযান

২০২৩-২৪ সালের বাজেটে, কেন্দ্রীয় সরকার বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী বা পিভিটিজিগুলির (PVTG) আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী পিভিটিজি বিকাশ অভিযানের ঘোষণা করেছিল। ১৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৭৫টি পিভিটিজি রয়েছে। দেশের ২২০ জেলার ২২,৫৪৪টি গ্রামের আনুমানিক ২৮ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পান।

কারা এই প্রকল্পের সুবিধা পান?

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের সুবিধাভোদীদের অধিকাংশই দুর্গম এলাকার বাসিন্দা। এই প্রকল্পের আওতায় সবিধআভোগীরা টেলিকম সংযোগ, বিদ্যুৎ, নিরাপদ আবাসন, বিশুদ্ধ জল এবং নিকাশির মতো মৌলিক সুযোগ-সুবিধা পান।

কেন্দ্রীয় সরকারের নয় মন্ত্রকের হিসেব

সূত্রের খবর, বিকশিত ভারত যাত্রায় কেন্দ্রীয় সরকারের ৯টি মন্ত্রকের বিভিন্ন কাজের খতিয়ান দেওয়া হয়েছে। রথের মাধ্যমে সেই সরকারের গত ১০ বছরের কাজের হিসেব তুলে ধরা হবে গ্রাম-গঞ্জের মানুষের কাছে।

বাকি থাকা কাজের জন্য সংকল্প যাত্রা

বিকশিত ভারত যাত্রার সময় সরকারের কোন কোন কাজগুলি এখনো শেষ হয়নি তাও জানার চেষ্টা করবে সরকার। কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা এখনও জনগণের কাছে পৌঁছায়নি বা জনসাধারণ সরকারের সেই প্রকল্প থেকে বঞ্চিত, তাও জানার চেষ্টা করা হবে।