নয়া দিল্লি: উত্তর প্রদেশে অভাবনীয় জয়ের জন্য সাংবাদিক সম্মেলন থেকেই বোনকে কৃতিত্ব দিয়েছিলেন রাহুল গান্ধী। এবার দাদার জন্য গর্বিত জানিয়ে আবেগঘন পোস্ট করলেন প্রিয়ঙ্কা গান্ধী ভদরা। রাহুল গান্ধী কেবল নিজে নির্বাচনে ভাল ফল করেননি, কংগ্রেসের অভাবনীয় ফলের কৃতিত্বও দাদাকে দিলেন রাহুল-সহোদরা।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিন, বুধবার এক আবেগঘন টুইট করেছেন প্রিয়ঙ্কা গান্ধী ভদরা। টুইটারে তিনি লিখেছেন, “তুমি দাঁড়িয়ে রয়েছ, তোমার সম্পর্কে যে যা-ই বলুক বা করুক না কেন সেটা কোনও বিষয় নয়… তুমি কখনও পিছুপা হওনি, যতই প্রতিকূলতা থাকুক না কেন, তোমার প্রত্যয় নিয়ে যতই সন্দেহ করুক না কেন, তোমার সম্পর্কে মিথ্যা প্রচার করলেও তুমি কখনও সত্যের জন্য লড়াই করা ছাড়োনি এবং যখন ওরা প্রতিদিন তোমাকে রাগ, ঘৃণা উপহার দিয়েছে, তখনও তুমি সেগুলি অতিক্রম করেছ। তুমি তোমার হৃদয়ের ভালবাসা, ন্যায় এবং মহানুভবতার সঙ্গে লড়াই চালিয়েছে। যারা তোমার এই দিকগুলি দেখেনি তারা আজ দেখছে এবং আমাদের মধ্যে অনেকে তোমাকে সাহসী হিসাবে দেখেছে। টুইটের শেষে দাদার নাম তুলে ধরে প্রিয়ঙ্কা লিখেছেন, “আমি তোমার বোন হতে পেরে গর্বিত।”
You kept standing, no matter what they said and did to you…you never backed down whatever the odds, never stopped believing however much they doubted your conviction, you never stopped fighting for the truth despite the overwhelming propaganda of lies they spread, and you never… pic.twitter.com/t8mnyjWnCh
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 5, 2024
গত এক দশক ধরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং গান্ধী পরিবারের নেতৃত্বে এবারের লোকসভা নির্বাচনের ফলই সেরা পারফরম্যান্স। এবারে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন, যেখানে ২০১৯ সালে পেয়েছিল ৫২টি আসন। গত ৫ বছরে দল যে অনেকটাই সফল হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া এনডিএ-র বিরুদ্ধে ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২টি আসন।