Punjab: সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল দুর্ঘটনার হাড় হিম করা ছবি, দেখে নিন ভিডিয়ো
Punjab, Accident, গাড়ি শো রুমে কর্মরত এক তরুণীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ওপর জনের অবস্থাও আশঙ্কাজনক। এই দুর্ঘটনার পরেই জলন্ধর ফাগোয়ারা হাই ওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রচুর সংখ্যায় মানুষ দুর্ঘটনাস্থলে জড় হন।
জলন্ধর: কর্ম জীবনের কারণেই হোক বা যেকোনও প্রয়োজনে, আমাদের সবাইকেই কমবেশি রাস্তা ঘাটে চলাচল করতে হয়। আমরা সকলেই জানি রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকা আবশ্যক, নইলে বিপদ ঘটার প্রভূত সম্ভাবনা। কিন্তু অনেক ক্ষেত্রেই সতর্ক থাকলেও দুঘটনার কবলে পড়েন অনেকে। প্রাণহানির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। আজ, সামনে আসা এমনই এই দুর্ঘটনার (Road accident) ছবি দেখে শিউরে উঠেছেন অনেকে।
আজ, সকালে পঞ্জাবের (Punjab) জলন্ধরের (Jalandhar) দুই তরুণী রাস্তা পার করার সময় থমকে পিছনে সরে আসেন। ওই রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চলাচল করছিল। তাই তাঁরা অপেক্ষা করছিলেন রাস্তা ফাঁকা হলে পার হবেন। নিমেষের মধ্যেই সবকিছু অন্ধকার। দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় প্রাণ হারান একজন, অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘাতক গাড়ির চালক, যিনি পেশায় একজন পুলিশ আধিকারিক, তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
দেখে নিন ঘটনার সিসিটিভি ফুটেজ
पंजाब में एक पुलिस इन्स्पेक्टर की गाड़ी ने दो लड़कियों को देखें किस तरह कुचला। एक की मौत। video via @singhaman1904 pic.twitter.com/QZlQ3S9Bz8
— Narendra nath mishra (@iamnarendranath) October 18, 2021
সিসিটিভি (CCTV footage) থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, দুই তরুণী রাস্তা পার হওয়ার জন্য ডিভাইডারের সামনে অপেক্ষা করছিলেন। এমন সময় একটি মারুতি সুজুকি ব্রেজা (Maruti Suzuki Brezza) গাড়ি তাদের সজোরে ধাক্কা মেরে সেখান থেকে গায়েব হয়ে যায়। অমৃত পাল সিং (Amrit pal Singh) নামের এক পুলিশ আধিকারিক গাড়িটি চালাচ্ছিলেন। জলন্ধর ক্যান্টনমেন্ট এলাকায় সকাল ৮.৩০ নাগাদ এই ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার কবলে পড়া নভজ্যোত কৌর (Navjot Kaur) নামের গাড়ি শো রুমে কর্মরত এক তরুণীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ওপর জনের অবস্থাও আশঙ্কাজনক। এই দুর্ঘটনার পরেই জলন্ধর ফাগোয়ারা হাই ওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রচুর সংখ্যায় মানুষ দুর্ঘটনাস্থলে জড় হন। তারা অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে সরব হন। মৃত তরুণীর বাবা তেজিন্দর কৌর অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার দাবি জানিয়েছেন। স্থানীয়রা এই ঘটনায় ধৃত পুলিশ আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।