রামায়ণ নিয়ে কুইজ জিতলে পাবেন ‘রামের দর্শন’
Madhyapradesh, প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য মাননীয়া মন্ত্রী, রবিবার যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার উদ্বোধন করেছেন তার ভিত্তিতে রাজ্যের প্রতিটি জেলা থেকে চারজন ছাত্রসহ মোট আটজনকে বাছাই করা হবে। ক্যুইজ প্রতিযোগিতার আয়েজনে থাকবে মধ্যপ্রদেশের সংস্কৃতি দফতর।
ভোপাল: এতদিন রাম-রাজনীতির নানা নজিররে সাক্ষী ছিল দেশ। রাম মন্দির, হিন্দুত্ব নিয়ে বাড়বাড় উত্তাল হয়েছে ভারতের রাজনীতি। এবার ক্যুইজ প্রতিযোগিতাতেও (Quiz Competition) জায়গা করে নিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র (Sree Ram)। মধ্যপ্রদেশের (Madhyapradesh) বিজেপি (BJP) সরকার সাধারণ জ্ঞান নিয়ে একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। তাতেই প্রধান জায়গা করে নিয়েছে হিন্দু পুরাণ ‘রামায়ণ’। প্রতিযোগিতার বিজেতাদের জন্য রয়েছে এক অনন্য পুরষ্কার।
বিজয়ীদের উত্তর প্রদেশের নবনির্মিত রাম মন্দির (Ram Mandir) দর্শনের সুযোগ মিলবে এবং মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে অযোধ্যা (Ayodhya) যাতাযাতের জন্য বিমানের ব্যবস্থাও করে দেওয়া হবে বলেই জানিয়েছেন রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী উষা ঠাকুর (Usha Thakur)। রবিবার, মন্ত্রীকে উদ্ধৃত করে সরকারিভাবে জানানো হয়েছে, ‘রামায়ণ’ নিয়ে একটি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্যুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সরকারি বিবৃতি থেকেই বিজয়ীদের অযোধ্য ভ্রমণের সুযোগের বিষয়টি জানা গিয়েছে।
রবিবার, ইন্দোরের (Indore) বি আর অম্বেদকর ইউনিভার্সিটি অব সোশ্যাল সায়েন্সের (B R Ambedkar University of Social Science) প্রেক্ষগৃহে, অন্য আরেকটি ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধনে গিয়ে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী উষা ঠাকুর জানিয়েছেন সরকারের তরফে ‘রামচরিতমানসের’ গুরুত্বপূর্ণ অধ্যায় ‘অযোধ্যা কাণ্ড’ নিয়ে আরও একটি প্রতিযোগিতা আয়েজিত হবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য মাননীয়া মন্ত্রী, রবিবার যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার উদ্বোধন করেছেন তার ভিত্তিতে রাজ্যের প্রতিটি জেলা থেকে চারজন ছাত্রসহ মোট আটজনকে বাছাই করা হবে। ক্যুইজ প্রতিযোগিতার আয়েজনে থাকবে মধ্যপ্রদেশের সংস্কৃতি দফতর। এই অনুষ্ঠানে শ্রীমতি ঠাকুর ‘রামায়ণের’ একটি চরিত্র ‘শবরীর’ উপর একটি চিত্র প্রদর্শনীও উদ্বোধন করেন। শ্রীরামের একজন গুনমুগ্ধ ভক্ত হিসেবে রামায়ণে শবরীর উল্লেখ রয়েছে। মন্দাকিনী রামকিঙ্কর সহ অন্যান্য বিশিষ্ট নাগরিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত মাসে, মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী মোহন যাদব ঘোষণা করেছিলেন যে রাজ্যের আওতাধীন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য কলা বিভাগের দর্শন নিয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য ঐচ্ছিক বিষয় হিসেবে ‘রামচরিতমানস’ মহাকাব্যও থাকবে।
এই বছর রাজ্য বাজেটে মধ্যপ্রদেশ সরকার, “রাম বন গমন পথ” প্রকল্পের জন্য এক কোটি টাকার অর্থ বরাদ্দ করেছে। এই প্রকল্পে শ্রীরামচন্দ্রের নির্বাসনে যাওয়ার পথটি খুঁজে বের করা হবে।গত মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময়, কংগ্রেসও তাদের নির্বাচনী ইস্তেহারে রাজ্যে “রাম বন গমন পথ” প্রকল্প বাস্তবায়নের কথা ঘোষণা করেছিল। প্রকল্পটি মধ্যপ্রদেশ সরকারের আধ্যাত্মিকতা দফতর এবং এমপি সড়ক উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত হবে এবং চিত্রকূট থেকে সাতনা, পান্না, আমানগঞ্জ, কাটনি, জবলপুর, ম্যান্ডলা, ডিন্ডোরি এবং শাহডোল জেলার মধ্য দিয়ে অমরকন্টক পর্যন্ত নির্মিত হবে।
আরও পড়ুন Khardah: ৪৪ বছর ধরে শাসক দলের প্রার্থী ‘বহিরাগত’! সাংগঠনিক দুর্বলতা, নাকি অন্য কিছু?