R G Kar: ‘পরিস্থিতি উদ্বেগজনক’, চিকিৎসকদের অনশনের বিষয়টি গুরত্ব দিয়ে শোনার জন্য CJI-কে আর্জি ইন্দিরা জয় সিংয়ের
R G Kar: প্রসঙ্গত, হাসপাতালের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আজ, ১০ দিন তাঁদের অনশন। কিন্তু তারই মধ্যে এসএসকেএম হাসপাতালে আবারও দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে।
নয়া দিল্লি: মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। চিকিৎসকদের অনশনের বিষয়টি শুনানিতে গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানালেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিংয়ের। তাঁর বক্তব্য, ডাক্তারদের অনশনের ফলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তার জন্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানালেন তিনি।
সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং আরও আর্জি জানিয়েছেন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলা, যেটি লিস্টেড রয়েছে, তাতে যেন গুরুত্ব দিয়ে চিকিৎসকদের অনশনের বিষয়টি শোনা হয়।
প্রসঙ্গত, হাসপাতালের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আজ, ১০ দিন তাঁদের অনশন। কিন্তু তারই মধ্যে এসএসকেএম হাসপাতালে আবারও দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। ইতিমধ্যেই তিন জন চিকিৎসক অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অনিকেত মাহাতো ও পুলস্ত্যর শরীরে কিডন বডির পরিমাণ বেশি হয়ে গিয়েছিল। অনুষ্টুপেরও শারীরিক অবস্থা সঙ্কটজনক। সোমবার সকাল থেকে ধর্মতলায় অনশনকারী তনয়া পাঁজার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরা। পাশাপাশি এই আন্দোলনে সামিল হয়ে সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। এই গোটা পরিস্থিতিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তিনি প্রধান বিচারপতির কাছে আর্জি জানালেন। গত শুনানিতেই হাসপাতালে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।