RBI, 2000 Rupee Note: পেরিয়েছে ২ বছর, এখনও বাজারে রয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকার ২ হাজারের নোট!
Reserve Bank Of India, 2000 Rupee Note: আরবিআই যে সময় এই নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল, সেই সময় বাজারে মোট ৩ লক্ষ ৫৬ হাজার কোটি টাকার ২ হাজার নোট চালু ছিল। এমন হলে, প্রশ্ন উঠছে বাকি টাকা গেল কোথায়?

২০২৩ সালের ১৯ মে বাজার থেকে ২ হাজার টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এবার তাদের দেওয়া এক তথ্যই চোখ কপালে তুলেছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের। এই তথ্য অনুযায়ী, বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণার ২ বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর এখনও প্রায় ৫ হাজার ৯৫৬ কোটি টাকার ২ হাজার টাকার নোট মানুষের হাতে রয়ে গেছে।
আরবিআই যে সময় এই নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল, সেই সময় বাজারে মোট ৩ লক্ষ ৫৬ হাজার কোটি টাকার ২ হাজার নোট চালু ছিল। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য বলছে, এখনও পর্যন্ত ৯৮.৩৩ শতাংশ নোট যদিও ফিরে এসেছে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায়। কিন্তু এমন হলে, প্রশ্ন উঠছে বাকি টাকা গেল কোথায়?
রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২ হাজার টাকার নোট এখনও আইনিভাবে বৈধ। ফলে, এই নোট যদি কোনও ভাবে আপনার কাছে থেকে গিয়ে থাকে, বা বদলানো না হয়ে থাকে তাহলে চিন্তার কোনও কারণ নেই। কিন্তু প্রশ্ন হল, এই নোট আপনি তো ব্যবহার করতে পারবেন না। তাহলে? আসলে এই নোট বদলে সেই একই অঙ্কের নোট নিয়ে নিলেই হবে। কিন্তু বদলাবেন কোথায়?
আপনার কাছে ২ হাজার টাকার নোট থাকলে, আপনি গোটা দেশে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও অফিসে গিয়ে জমা দিতে পারেন। কলকাতা ছাড়া আরও ১৮টি জায়গায় রয়েছে আরবিআইয়ের অফিস। সেখানে গিয়ে আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা করাতে পারবেন।
কিন্তু আপনি যদি রিজার্ভ ব্যাঙ্কের কোনও অফিসে যেতে পারলেন না। তাহলে? সেই ক্ষেত্রে আরও একটি উপায় রয়েছে। দেশের যে কোনও পোস্ট অফিস থেকে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আরবিআইয়ের ওই ১৯টির মধ্যে যে কোনও একটা অফিসে ২ হাজার টাকার নোট পাঠিয়ে দিতে পারেন। সঙ্গে অবশ্যই আপনার নিজের ব্যাঙ্ক ডিটেলও দিতে হবে আপনাকে। তাহলেই সেই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
