Reliance: ডাক পড়েছিল অনিল অম্বানীরও! ১৭ হাজার কোটির ঋণ জালিয়াতিতে ইডির হাতে গ্রেফতার অম্বানীর ঘনিষ্ঠ সঙ্গী
Money Laundering Case: কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অশোক কুমার পাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তাঁর ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিগত ৭ বছর ধরে রিলায়েন্স পাওয়ারে চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসাবে কাজ করছেন।

মুম্বই: রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানীর ঘনিষ্ঠ সঙ্গী গ্রেফতার। রিলায়েন্স পাওয়ার লিমিটেডের অফিসার অশোক কুমার পালকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৭ হাজার কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। বিপাকে পড়েছেন অনিল অম্বানীও। তাঁকে ইতিমধ্যেই জেরাও করেছে ইডি। এবার গ্রেফতার করা হল অনিল অম্বানীর ঘনিষ্ঠ তথা রিলায়েন্স পাওয়ার লিমিটেডের অফিসার অশোক কুমার পালকে। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে তাঁকে গ্রেফতার করেছে ইডি।
কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অশোক কুমার পাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তাঁর ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিগত ৭ বছর ধরে রিলায়েন্স পাওয়ারে চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসাবে কাজ করছেন।
জানা গিয়েছে, রিলায়েন্স ইনফ্রাস্টাকচার সহ এতাধিক গ্রুপ কোম্পানি মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার ঋণ তছরুপ হয়েছিল। প্রথমে ৩ হাজার কোটি টাকার ঋণ তছরুপের অভিযোগ উঠেছিল। ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে অনিল অম্বানীর সংস্থা এই ঋণ ইয়েস ব্যাঙ্কের কাছ থেকে নিয়েছিল।
এরপরে আরও বড় আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। প্রায় ১৪ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। জানা গিয়েছে, কোনও তথ্য যাচাই না করে, ডিরেক্টরদের নাম ব্যবহার করে, একই ঠিকানা দিয়ে এবং যথাযথ নথি না দিয়েই ঋণ দেওয়া হয়েছিল।
চলতি বছরের জুলাই মাস থেকে ইডি তদন্ত শুরু করে। অগস্ট মাসে প্রথম গ্রেফতার করা হল পার্থ সারথী বিসওয়ালকে, যিনি বিসওয়াল ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। অভিযোগ, রিলায়েন্স পাওয়ারের হয়ে তিনি ৬৮.২ কোটি টাকার ভুয়ো গ্যারান্টি দিয়েছিলেন। ইডি এই মামলায় অনিল অম্বানীকেও জিজ্ঞাসাবাদ করেছে। ১২ থেকে ১৩ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে।
