Heat Wave: হাওয়া অফিসের বুলেটিনে স্বস্তি, আগামী ৭ দিন তাপপ্রবাহের হাত থেকে বাঁচবে দেশ
Heat Wave: রবিবার উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্বভারতের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৩৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। দেশের বাকি অংশে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল তাপমাত্রা।
নয়া দিল্লি: শুধু বাংলা নয়। বিগত কয়েক সপ্তাহ ধরে তীব্র দাবদহে পুড়েছে গোটা দেশ। কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস, কোথাও আবার ৪৪, মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত তীব্র দহন গোটা দেশেই। সঙ্গে বইছিল লু। তবে এবার সুখবর দিচ্ছে হাওয়া অফিস (Weather Office)। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন তাপপ্রবাহের (Heat Wave) দাপট অনেকটাই কমে যাবে। প্রসঙ্গত, মাস খানিক আগেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল দেশের এপ্রিল-জুন মাসে গোটা দেশের সিংহভাগ অংশের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে।
রবিবার উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্বভারতের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৩৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। দেশের বাকি অংশে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল তাপমাত্রা। দিল্লিতে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। তবে আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন বলছে আগামী সাতদিন দেশের কোনও অংশেই আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই। পাশাপাশি হিমালয়ের পশ্চিমাঞ্চলগুলিতে বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে।
হাওয়া অফিস সূত্রে আরও খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মধ্য মহারাষ্ট্র, তেলেঙ্গনা, মধ্য প্রদেশের দক্ষিণভাগে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের তামিলনাড়ু ও কেরলের মতো রাজ্যগুলিতেও। এদিকে তীব্র গরমের জেরে বাংলার পাশাপাশি স্কুলে ছুটি পড়ে গিয়েছিল আরও বেশ কিছু রাজ্যে। মহারাষ্ট্রে আগামী জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত ছুটি রয়েছে সমস্ত স্কুলে।