Republic Day Celebration 2022 LIVE: রাজপথে হাজির রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ফুটে উঠল নানা ঐতিহ্য

| Edited By: | Updated on: Jan 26, 2022 | 3:47 PM

Ganatantra Diwas Parade 2022 Live Updates: রাজপথে সকাল সাড়ে ১০টায় এই অনুষ্ঠান শুরু হবে। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Republic Day Celebration 2022 LIVE: রাজপথে হাজির রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ফুটে উঠল নানা ঐতিহ্য
শুরু হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। ছবি:ANI

আজ প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এই বছরও দেশের গণতন্ত্রকে উদযাপন করতে এবারও রাজধানী দিল্লিতে কুচকাওয়াজ সহ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বছর যেহেতু স্বাধীনতার ৭৫ তম বর্ষ, তাই “আজাদি কা মহোৎসব”ও পালন করা হচ্ছে। রাজপথে সকাল সাড়ে ১০টায় এই অনুষ্ঠান শুরু হবে। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সম্পর্কিত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Jan 2022 03:32 PM (IST)

    রাফালের ককপিটে প্রথম, দিল্লির রাজপথে দ্বিতীয়,বায়ুসেনার ট্যাবলোর অংশ হয়ে ইতিহাস গড়লেন শিবাঙ্গী

    আজ দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও রাজধানীর রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। এই কুচকাওয়াজে দেশের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর ট্যাবলো কুচকাওয়াজে অংশগ্রহণ করে। এইবার সেই কুচকাওয়াজেই অংশগ্রহণ করলেন ভারতের প্রথম মহিলা যুদ্ধবিমান ফাইটার যিনি রাফাল যুদ্ধবিমান উড়িয়েছেন। বুধবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় বায়ুসেনার ট্যাবলোতে অংশগ্রহণ করেন শিবাঙ্গী সিং। শিবাঙ্গী হলেন দ্বিতীয় মহিলা যুদ্ধবিমানের পাইলট যিনি বায়ুসেনার ট্যাবলোতে অংশ নিয়েছেন। এর আগে ভাবনা কান্ত বায়ুসেনার ট্যাবলোতে মহিলা যুদ্ধবিমান পাইলট হিসেবে অংশগ্রহণ করেন।

    বিস্তারিত পড়ুন : Republic Day 2022 : রাফালের ককপিটে প্রথম, দিল্লির রাজপথে দ্বিতীয়,বায়ুসেনার ট্যাবলোর অংশ হয়ে ইতিহাস গড়লেন শিবাঙ্গী

  • 26 Jan 2022 12:58 PM (IST)

    জাগুয়ার বিমানের ‘অমৃত’ রূপ গঠন

  • 26 Jan 2022 12:18 PM (IST)

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিচ্ছে হারকিউলিস ট্রান্সপোর্ট বিমানও

  • 26 Jan 2022 12:17 PM (IST)

    রাফাল-মিগের ‘বাজ’ রূপ গঠন

  • 26 Jan 2022 12:15 PM (IST)

    ৭৫টি বিমানে ফ্লাইপাস্ট বায়ুসেনার

    এবারের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল বায়ুসেনার ফ্লাইপাস্ট। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে ৭৫টি বিমান ও হেলিকপ্টার নিয়ে বিশেষ ফ্লাইপাস্টের আয়োজন করে ভারতীয় বায়ুসেনা।

  • 26 Jan 2022 12:13 PM (IST)

    দর্শকদের মন জয় করল বিএসএফের সীমা ভবানী মোটর সাইকেল বাহিনী

    প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দর্শকদের মন জয় করল বিএসএফের সীমা ভবানী মোটর সাইকেল বাহিনী।

  • 26 Jan 2022 12:12 PM (IST)

    বায়ুসেনার মহড়ার মুহূর্ত

  • 26 Jan 2022 12:11 PM (IST)

    উত্তর প্রদেশের ট্যাবলোর অংশ হল কাশী বিশ্বনাথ করিডরও

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উত্তর প্রদেশের ট্যাবলোয় সদ্য উন্মোচিত কাশী বিশ্বনাথ করিডরকে তুলে ধরা হল। এছাড়াও “এক জেলা, এক পণ্য”-র অধীনে যে কারীগরি শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে, তাও তুলে ধরা হল।

  • 26 Jan 2022 12:08 PM (IST)

    পঞ্জাবের থিম ‘স্বাধীনতা সংগ্রামে অবদান’

    প্রজাতন্ত্র দিবসে অংশ নিল পঞ্জাবও। এবছরে তাদের থিম “স্বাধীনতা সংগ্রামে পঞ্জাবের অবদান”। ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের প্রতিকৃতি তুলে ধরা হয়েছে ট্যাবলোয়।

  • 26 Jan 2022 12:04 PM (IST)

    হরিয়ানার ট্যাবলোর থিমে স্থান পেল পদকজয়ীরা

    সম্প্রতিই টোকিয়ো অলিম্পিক ও প্যারাঅলিম্পিকে একাধিক পদক এনেছে হরিয়ানার খেলোয়াড়রা। এবারের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোয় তাই পদকজয়ীরাই স্থান পেল।

  • 26 Jan 2022 11:55 AM (IST)

    প্যারেডে অংশ নিল অরুণাচল প্রদেশ, কর্নাটক, জম্মু-কাশ্মীরের ট্যাবলো

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিল অরুণাচল প্রদেশ, কর্নাটক ও জম্মু-কাশ্মীরের ট্যাবলোও।

  • 26 Jan 2022 11:51 AM (IST)

    গোয়ার ঐতিহ্য ফুটে উঠল ট্যাবলোয়

    গোয়ার ট্যাবলোতে তুলে ধরা হল সে রাজ্যের ঐতিহ্যের নানা অংশ। ফোর্ট আগুয়াদা ও আজাদি ময়দানে যে শহিদ স্মৃতিসৌধ রয়েছে,  তাও তুলে ধরা হয়।

  • 26 Jan 2022 11:43 AM (IST)

    প্যারেডে অংশ নিল উত্তরাখণ্ডের ট্যাবলোও

    প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিল উত্তরাখণ্ডের ট্যাবলোও অংশ নিল। এই ট্যাবলোয় হেমকন্ড সাহিব গুরুদ্বারাকে তুলে ধরা হল।

  • 26 Jan 2022 11:35 AM (IST)

    আদিবাসী আন্দোলনের ইতিহাস তুলে ধরল গুজরাট

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গুজরাটের তরফে তাদের ট্যাবলোয় আদিবাসীদের স্বাধীনতা আন্দোলনকেই তুলে ধরা হল।

  • 26 Jan 2022 11:33 AM (IST)

    বাঁশের শিল্পকে তুলে ধরল মেঘালয়

    মেঘালয়ের ট্যাবলোয় বাঁশের তৈরি নানা সামগ্রীই তুলে ধরা হল।

  • 26 Jan 2022 11:24 AM (IST)

    প্যারেডে অংশ নিল বায়ুসেনার ট্যাবলোও

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বায়ুসেনার তরফেও ট্যাবলো অংশ নিল। এই ট্যাবলোর থিম “ভবিষ্যতের জন্য বায়ুসেনার পরিবর্তন”।

  • 26 Jan 2022 11:21 AM (IST)

    নৌবাহিনীর ট্যাবলোয় ‘আত্মনির্ভর ভারতের’ বার্তা

    ভারতীয় নৌবাহিনীর ট্যাবলোও অংশ নিল রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। এই ট্যাবলোয় একদিকে যেমন নৌসেনার ক্ষমতা তুলে ধরা হয়েছে, একইসঙ্গে আত্মনির্ভর ভারত ও আজাদি কা মহোৎসবের উল্লেখ রয়েছে।

  • 26 Jan 2022 10:45 AM (IST)

    অশোক চক্র পেলেন জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই বাবু রাম

    শ্রীনগরে জঙ্গি দমন অভিযানে বীরত্ব ও সাহসিকততা প্রদর্শনের জন্য জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই বাবু রামকে অশোক চক্র সম্মানে ভূষিত করা হল। তাঁর স্ত্রী ও পুত্র এই সম্মান গ্রহণ করেন রাষ্ট্রপতির হাত থেকে।

  • 26 Jan 2022 10:41 AM (IST)

    পুস্পবৃষ্টি বায়ুসেনার

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনাতেই বায়ুসেনার ৪টি এমআই-১৭ভি৫ হেলিকপ্টার আকাশ থেকে পুস্পবৃষ্টি করল।

  • 26 Jan 2022 10:33 AM (IST)

    জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি

    জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২১টি গান স্যালুটও দেওয়া হয়।

  • 26 Jan 2022 10:30 AM (IST)

    রাজপথে পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে রাজপথে পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

  • 26 Jan 2022 10:28 AM (IST)

    মিষ্টি বিনিময় ভারত ও পাক সেনাদের মধ্যে

    প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আটারি-ওয়াগা সীমান্তে মিষ্টি বিনিময় করলেন বিএসএফ ও পাকিস্তান সেনাবাহিনীর জওয়ানরা।

  • 26 Jan 2022 10:25 AM (IST)

    ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী

    এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই। এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত ওয়ার মোমোরিয়ালে যান এবং সেখানে শহিদ বেদীতে মাল্যদান করেন।

  • 26 Jan 2022 09:44 AM (IST)

    স্বাধীন ভারতের সংবিধানের খসড়া থেকে প্রজাতন্ত্রের যাত্রা, কেমন সেই ইতিহাস?

    History of Republic Day

    জেনে নিন প্রজাতন্ত্রের ইতিহাস, নিজস্ব চিত্র

    নয়া দিল্লি: ৭৩ বছর। ৭৩ তম। স্বাধীন ভারতে গণতন্ত্র উদযাপনের প্রথম পদক্ষেপ করা হয়েছিল এই দিনেই। ২৬ জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস। স্বাধীন ভারতের প্রথম সংবিধানের প্রস্তাব গ্রহণ। স্বাধীন ভারতের গুটি গুটি পায়ে এগিয়ে চলা। ১৯২৯ সালের ২৬শে জানুয়ারি জাতীয় কংগ্রেস দাবি তুলেছিল পূর্ণ স্বরাজের। আর ১৯৫০ সালের এই দিনেই গৃহীত হয় ভারতীয় সংবিধান।

    বিস্তারিত পড়ুন: Republic Day 2022: স্বাধীন ভারতের সংবিধানের খসড়া থেকে প্রজাতন্ত্রের যাত্রা, কেমন সেই ইতিহাস?

  • 26 Jan 2022 09:14 AM (IST)

    প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

    প্রজাতন্ত্র দিবসে টুইট করে শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 26 Jan 2022 09:12 AM (IST)

    ১৬ হাজার ফুট উচ্চতায় প্রজাতন্ত্র দিবস পালন আইটিবিপি জওয়ানদের

    পর্বত শিখরে পালিত হল প্রজাতন্ত্র দিবস। হিমাচল প্রদেশে ১৬ হাজার ফুট উচ্চতায় ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করল।

  • 26 Jan 2022 07:41 AM (IST)

    নিরাপত্তায় মোড়া রাজধানী, প্রবেশ বন্ধ বিজয়চকে

    প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্ধ করা হয়েছে দিল্লির বিজয়চকের রাস্তা। গতকাল বিকেল ৬টা থেকেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, প্যারেড শেষ না হওয়া অবধি রাস্তা বন্ধই থাকবে। সকাল থেকেই রাস্তায় গাড়িগুলিতে তল্লাশিও চলছে।

  • 26 Jan 2022 07:38 AM (IST)

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে একাধিক বিধিনিষেধ

    করোনাকালেই প্রজাতন্ত্র দিবস পালন হওয়ায়, অনুষ্ঠান দেখতে যারা আসবেন, তাদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। প্রজাতন্ত্র দিবসের প্য়ারেড দেখতে যারা আসবেন, তাদের সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হতে হবে। ১৫ বছরের কম বয়সীদের এবারের অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও সকল দর্শককেই সঙ্গে করোনা টিকাকরণের সার্টিফিকেট রাখতে হবে এবং মাস্ক পরা, সামাজিক দূরত্বের মতো করোনাবিধি মেনে চলতে হবে।

  • 26 Jan 2022 07:33 AM (IST)

    ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

    আজ প্রজাতন্ত্র দিবস। প্রতিব ছরের মতো এ বছরও রাজধানী দিল্লিতে পালন করা হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। ১২ রাজ্য ও ৯টি মন্ত্রকের মোট ২১টি ট্যাবলো প্রদর্শিত হবে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে।

Published On - Jan 26,2022 7:29 AM

Follow Us: