Indian Railways: ভারতীয় রেলের বড় উদ্যোগ, রাশিয়ার পারমাণবিক সংস্থা ROSATOM-এর সঙ্গে শুরু আলোচনা
Indian Railways: পুরো প্রক্রিয়াটাই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাশিয়ার দূতাবাসের উচ্চপদস্থ আধিকারিকরাও রেলের সঙ্গে বৈঠক করেছেন।

নয়া দিল্লি: রেল মন্ত্রকের অধীন সংস্থা আরভিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড রেল প্রজেক্টের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছে। আর সেই কারণে রাশিয়ার সঙ্গে কথা বলছে রেল বিকাশ নিগম লিমিটেড। ঋষিকেশ-কর্ণপ্রয়াগ লাইনের যে মেগা প্রজেক্ট চলছে, তার জন্যই রুশ সংস্থা ‘রসাটোম’-এর সঙ্গে আলোচনা চলছে।
রেলের প্রজেক্টে যে এনার্জি প্রয়োজন, তা নেওয়ার জন্য ওই সংস্থা তৈরি করে দেবে স্মল মডিউলার রিঅ্যাকটর। মোট চারটি প্রজেক্টে ওই রিঅ্যাকটর কাজে লাগবে বলে জানা যাচ্ছে।
আরভিএনএল-এর এক আধিকারিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রুশ সংস্থার সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক হয়েছে। তিনি আরও জানিয়েছেন গত বাজেটেও নিউক্লিয়ার এনার্জি ব্যবহারের কথা বলা হয়েছিল যাতে ২০৩০-এর মধ্যে রেলকে কার্বন-মুক্ত করা সম্ভব হয়।
এসএমআর হল একটি অত্যাধুনিক নিউক্লিয়ার রিঅ্যাকটর, যা থেকে ৩০০ মেগাওয়াট বিদ্য়ুৎ উৎপন্ন হয়। এটি ইনস্টল করতে খুব বেশি জায়গারও প্রয়োজন হয় না।
তবে পুরো প্রক্রিয়াটাই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাশিয়ার দূতাবাসের উচ্চপদস্থ আধিকারিকরাও রেলের সঙ্গে বৈঠক করেছেন।
ঋষিকেশ-কর্ণপ্রয়াগ, ভানুপালি-বিলাসপুর, ইয়াভাতামাল-নানদেদ, ইন্দোর-বুদনি- এই চার প্রজেক্টের জন্য নিউক্লিয়ার রিঅ্যাকটরের কথা ভাবা হয়েছে। রসাটোম মোট ৮টি রিঅ্যাকটর তৈরি করে দেবে বলে জানিয়েছে।
