Supreme Court: নেতাদের একটু মোটা চামড়ার হতে হয়: সুপ্রিম কোর্ট
Supreme Court on BJP: ওই রাজ্যের উচ্চ আদালতে বেশ ধাক্কাই খেতে হয়েছিল বিজেপি নেতাকে। আদালত রায় দিয়েছিল মুখ্যমন্ত্রীর পক্ষে। সাফ জানিয়ে দিয়েছিল, রেবন্ত রেড্ডির মন্তব্য সরাসরি ভাবে অবমাননাকর নয়। এরপরই ওই বিজেপি নেতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন শীর্ষ আদালতে।

নয়াদিল্লি: নেতাদের একটু মোটা চামড়ার হওয়া উচিত। সুপ্রিম কোর্টে মানহানির মামলা করে ভর্ৎসনার মুখে পড়ল বিজেপি। তেলেঙ্গানা হাইকোর্টের সিদ্ধান্তকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সোমবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন তেলেঙ্গানা বিজেপির সাধারণ সম্পাদক।
তাঁর অভিযোগ, গতবছর লোকসভা নির্বাচনের সময় বিজেপির বিরুদ্ধে ভুয়ো এবং প্ররোচিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। বিজেপি সংরক্ষণ বন্ধ করে দেবে বলে জনগণের কাছে দাবি করেছিলেন তিনি। সেই ভিত্তিতেই প্রথমে তেলেঙ্গানা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল তিনি। কিন্তু ওই রাজ্যের উচ্চ আদালতে বেশ ধাক্কাই খেতে হয়েছিল বিজেপি নেতাকে। আদালত রায় দিয়েছিল মুখ্যমন্ত্রীর পক্ষে। সাফ জানিয়ে দিয়েছিল, রেবন্ত রেড্ডির মন্তব্য সরাসরি ভাবে অবমাননাকর নয়। এরপরই ওই বিজেপি নেতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন শীর্ষ আদালতে। সোমবার ছিল তারই শুনানি।
কিন্তু সেখানেও ধোপে টিকল না যুক্তি। বিজেপির মানহানি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। এদিন দেশের প্রধান বিচারপতি বিআর গবাই, কে বিনোদ চন্দ্রন এবং অতুল এস চন্দুরকরের বেঞ্চে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলার আবেদন জানান হয় তেলেঙ্গানা বিজেপি তরফে। যা খারিজ করে ভর্ৎসনার সুরে বিচারপতিরা বলেন, ‘আদালতকে রাজনৈতিক লড়াইয়ের জন্য ব্যবহার করবেন না। আপনি যদি একজন রাজনীতিক হন, তা হলে এই ধরনের কথা-বার্তাও আপনাকে সহ্য করতে হবে। নেতাদের একটু মোটা চামড়ার হওয়া উচিত।’
হাইকোর্টের রায়
১লা অগস্ট তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি কে লক্ষণ এই মানহানি মামলার রায়ে বিজেপির অভিযোগ খারিজ করে বলেছিলেন, ‘এটা বিতর্কিত বিষয় নয়। তেলেঙ্গানা বিজেপির সাধারণ সম্পাদক নিজের স্বাধীনতায় মামলা দায়ের করেছেন ঠিকই। কিন্তু মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্তব্য সরাসরি ভাবে তাঁকে আঘাত বা তাঁর অবমাননা করছে না। বরং এটি বিজেপির বিরুদ্ধে করা রাজনৈতিক ও আক্রমণাত্মক মন্তব্য।’
