Terrorist Killed: কাশ্মীরের অনন্তনাগে আইসিস জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Dec 26, 2021 | 7:23 AM

Jammu Kashmir: উল্লেখ্য, কাশ্মীরের ভাটিন্ডি থেকে আইইডি বিস্ফোরক উদ্ধার সংক্রান্ত মামলায় তিন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

Terrorist Killed: কাশ্মীরের অনন্তনাগে আইসিস জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী
কাশ্মীরে সেনা অভিযান। ফাইল ছবি

Follow Us

অনন্তনাগ: সম্প্রতি বিভিন্ন ইস্যুতে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল জম্মু-কাশ্মীর। একের পর এক জঙ্গি নাশকতা কেড়ে নিয়েছিল নিরীহ মানুষের প্রাণ। সবথেকে অবাক করার মত বিষয় ছিল, সেনাবাহিনী ও পুলিশ কর্মীদের সঙ্গে নিরীহ সাধারণ মানুষদের নিশানা করছিল বিচ্ছিন্নতাবাদীরা। ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় কাশ্মীর পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে হলেও আশঙ্কা সব সময় থাকে।

জানা গিয়েছে, কাশ্মীরের অনন্তনাগে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের এক জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, অনন্তনাগের শ্রীগুফয়ারাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে ওই আইসিস জঙ্গি। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, নিহত জঙ্গি বিজবেহারা থানায় এএসআই মহম্মদ আশরাফকে হত্যা করার পিছনে জড়িত ছিল। পুলিশ সূত্রে খবর নিহত জঙ্গির নাম ফাহিম ভাট। ওই জঙ্গি কাশ্মীরের কাদিপরা এলাকার বাসিন্দা।

ইন্সপেক্টর জেনারেল কে উদ্ধৃত করে টুইট করেছে কাশ্মীর পুলিশ। টুইটে তারা জানিয়েছে, “সম্প্রতি আইএসজেকেতে যোগ দেওয়া জঙ্গি ফাহিম ভাটকে নিকেশ করা হয়েছে। বিজবেহারা থানায় এএসআই মহম্মদ আশরাফকে হত্যা করার পিছনে সে জড়িত ছিল।”

উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরের ভাটিন্ডি থেকে আইইডি বিস্ফোরক উদ্ধার সংক্রান্ত মামলায় তিন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এনআইএ সূত্রে খবর, ওই তিন জনের বিরুদ্ধে পাকিস্তান যোগেরও প্রমাণ মিলেছে। এনআইএ জানিয়েছিল, অভিযুক্ত নাদিম উল হক, নাদিম আইয়ুব রাথার এবং তালিব উর রহমান হোয়াটস্যাপের মাধ্যমে জঙ্গি সংগঠন টিআরএফের তরফ থেকে যাবতীয় নির্দেশিকা পেত এবং সেই অনুযায়ী তারা কাজ করত। জানা গিয়েছে, অভিযুক্ত তিন জনই জম্ম কাশ্মীরের বাসিন্দা।

আরও পড়ুন PM Modi announces Precaution Dose: নতুন বছরের শুরুতেই ছোটদের করোনা টিকা, ‘প্রিকশন ডোজ়’ স্বাস্থ্যকর্মীদেরও; কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?

আরও পড়ুন Omicron Variant in India: ‘আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে, তবে…’, ভারতের পরিস্থিতি নিয়ে কী বলছেন ওমিক্রনের আবিষ্কারকর্তা

Next Article