Death Of Shankaracharya Swami Swaroopanand Saraswati : ৯৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শোক জ্ঞাপন মোদীর
Death Of Shankaracharya Swami Swaroopanand Saraswati : ৯৯ বছর বয়সে প্রয়াত হলেন শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন মোদী, যোগী ও রাহুলের।
ভোপাল : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দ্বারকা পীঠ শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। রবিবার মধ্য প্রদেশের নরসিংপুর জেলায় তিনি পরলোকের উদ্দেশে রওনা দিলেন। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দ্বারকা পীঠের সেকেন্ড-ইন-কমান্ড (দান্ডি স্বামী নামে পরিচিত) স্বামী সদানন্দ মহারাজ সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, রবিবার বিকেল সাড়ে তিনটের দিকে হিন্দু ধর্মীয় নেতা শ্রীধাম জোতেশ্বর আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। তিনি জানিয়েছেন, স্বামী স্বরূপানন্দ সরস্বতীর মৃত্যুতে তিনি “গভীরভাবে শোকাহত”৷ তিনি টুইটে লিখেছেন, “এই শোকের সময়ে তাঁর অনুগামীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি!” শোক জ্ঞাপন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সাধুর মৃত্যুকে ‘অপূরণীয় ক্ষতি’ বলেছেন। যোগী টুইটে লিখেছেন,’ভগবান শ্রী রাম বিদেহী আত্মাকে তাঁর পরম আবাসে স্থান দিক এবং শোকাহত হিন্দু সমাজকে এই শোক সহ্য করার শক্তি দিক।’
द्वारका शारदा पीठ के शंकराचार्य स्वामी स्वरूपानंद सरस्वती जी के निधन से अत्यंत दुख हुआ है। शोक के इस समय में उनके अनुयायियों के प्रति मेरी संवेदनाएं। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) September 11, 2022
এদিকে টুইটে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি টুইটে লিখেছেন, ‘পূজ্যপাদ জ্যোতিষপীঠধীশ্বর ও দ্বারকা শারদাপীঠধীশ্বর, জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী স্বরূপানন্দ সরস্বতী জির প্রয়াণের খবরে শোকাহত। তিনি সত্যের পথে চলার কথা বলেছেন। বিদেহী আত্মাকে ভগবান শান্তি দিক।’ উল্লেখ্য,গুজরাটে এবং বদ্রিনাথের জ্যোতির্মাঠের দ্বারকা সারদা পীঠমের শঙ্করাচার্য ছিলেন স্বামী স্বরূপানন্দ সরস্বতী। স্বামী স্বরূপানন্দ ১৯২৪ সালের মধ্য প্রদেশের সিওনি জেলার দিঘোরি গ্রামে পথিরাম উপাধ্যায় হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ৯ বছর বয়সে ঈশ্বরের সাধনায় তাঁর বাড়ি ছেড়েছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় স্বরূপানন্দ সরস্বতী জেলেও গিয়েছিলেন। তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণে তাঁর অবদানের জন্যও পরিচিত। ১৯৮১ সালে শঙ্করাচার্য হয়েছিলেন তিনি। তাঁর অনুগামীরা জানিয়েছেন, সম্প্রতি শঙ্করাচার্যের ৯৯ তম জন্মদিন পালিত হয়েছে। এবার ৯৯ বছর বয়সেই ইহলোক ত্যাগ করলেন স্বামী সরস্বতী।