Rahul Gandhi: রাহুলের ডিনারে বিরোধী শিবিরের চাঁদের হাট, খাওয়া-দাওয়ার মাঝেও মধ্যমণি সেই SIR
Rahul Gandhi: সূত্রের খবর, গোটা আলোচনা পর্বে কীভাবে বিহারের ভোটারদের বাদ দেওয়া হয়েছে সেবিষয়ে একটি প্রেজেন্টেশন দেখান স্বয়ং রাহুল গান্ধী। ১১ অগস্ট নির্বাচন কমিশন অভিযানে সব বিরোধী দলের সংসদরা যাতে যোগদান করেন সে বিষয়ে নেতৃত্বে কাছে আবেদন জানানো হয়।

নয়া দিল্লি: রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের বৈঠকে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিষেক নয়, দেখা গেল বিরোধী শিবিরের একঝাঁক মুখকে। উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীও। বৈঠকে সস্ত্রীক দেখা গেল অখিলেশ যাদব তেজস্বী যাদব, সস্ত্রীক উদ্ধব ঠাকরে। দেখা গেল ফারুক আব্দুল্লাহ, এম এ বেবি, শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, কানিমঝি, টি আর বালুকেও। সূত্রের খবর, এদিন রাতে সেখানে ছিলেন প্রায় ৫০ জন নেতা-নেত্রী। এও জানা যাচ্ছে খাওয়া-দাওয়ার মাজে মূল আলোচ্য বিষয়ই চিল SIR.
সূত্রের খবর, গোটা আলোচনা পর্বে কীভাবে বিহারের ভোটারদের বাদ দেওয়া হয়েছে সেবিষয়ে একটি প্রেজেন্টেশন দেখান স্বয়ং রাহুল গান্ধী। ১১ অগস্ট নির্বাচন কমিশন অভিযানে সব বিরোধী দলের সংসদরা যাতে যোগদান করেন সে বিষয়ে নেতৃত্বে কাছে আবেদন জানানো হয়। বিহারে রাহুল এবং তেজস্বীর নেতৃত্বে যে জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচিতেও সব বিরোধী দলের নেতৃত্বকে যোগদান করার আবেদন জানানো হয়।

সূত্রের খবর, নৈশভোজের শেষে একসঙ্গে রাহুল গান্ধীর বাসভবন থেকে বেরিয়ে আসেন অভিষেক, অখিলেশ এবং তেজস্বী। অভিষেকের স্বাগত জানাতে এগিয়ে আসেন খোদ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। অন্যদিকে, দীর্ঘক্ষণ সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে কথা বলেন প্রিয়ঙ্কা গান্ধী। যদিও আলাদা করে তাঁদের মধ্যে কোন কোন বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি।
