AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Delhi: বাংলার আগেই দিল্লিতে SIR ঘোষণা, কী কী নথি দেখাতে হবে?

Special Intensive Revision: বাংলায় তোড়জোড় শুরু হলেও, আনুষ্ঠানিকভাবে এসআইআরের ঘোষণা এখনও হয়নি। পশ্চিমবঙ্গের আগেই দিল্লিতে ঘোষণা হয়ে গেল এসআইআর। জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনের কাজ শুরু করছে, এ কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। 

SIR in Delhi: বাংলার আগেই দিল্লিতে SIR ঘোষণা, কী কী নথি দেখাতে হবে?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Sep 18, 2025 | 7:08 AM
Share

নয়া দিল্লি: শোনা গিয়েছিল বিহারের পরই বাংলায় হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision), যা সংক্ষেপে এসআইআর (SIR) নামেই পরিচিত। বাংলায় তোড়জোড় শুরু হলেও, আনুষ্ঠানিকভাবে এসআইআরের ঘোষণা এখনও হয়নি। পশ্চিমবঙ্গের আগেই দিল্লিতে ঘোষণা হয়ে গেল এসআইআর। জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে (Delhi) ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনের কাজ শুরু করছে, এ কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।  তবে কবে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হবে, তার তারিখ পরে ঘোষণা করা হবে।

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে কোনও ভোটারের নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে, তবে তাদের ইনুমুরেশন ফর্ম জমা দিয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বৈধ নথি দেখিয়ে। যদি কোনও ভোটারের নাম থাকে, কিন্তু তার মা-বাবার নাম না থাকে, তাহলেও পরিচয় প্রমাণ দিতে হবে। 

দিল্লির সিইও-র ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ২০০২ সালের ভোটার তালিকা। ভোটাররা এই তালিকায় দেখে নিতে পারবেন যে তাদের নাম রয়েছে কি না। বলা হয়েছে, যদি কোনও ভোটারের নাম ২০০২ সাল ও চলতি ২০২৫ সালের ভোটার লিস্টে থাকে, তাহলে শুধুমাত্র ২০০২ সালের ভোটার লিস্টের অংশটুকু এবং ইনুমুরেশন ফর্ম জমা দিলেই হবে। 

যদি কোনও ভোটারের নাম ২০০২ সালের তালিকায় নেই, কিন্তু তাঁর মা-বাবার নাম রয়েছে তাহলে তাদের নিজেদের পরিচয় প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে ফর্মের পাশাপাশি ২০০২ সালের তালিকায় মা-বাবার নামের অংশটুকুও জমা দিতে হবে।

ইতিমধ্যেই দিল্লির প্রতিটি বিধানসভা আসনে ‘বুথ লেভেল অফিসার’  বা বিএলও-দের মনোনয়ন ও নিয়োগ করা হয়েছে। তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। বিএলও-রাই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করবেন। বিহারের মতো দিল্লিতেও ১১টি নথির মধ্যে যেকোনও একটি দেখাতে হবে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে। এরমধ্যে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট,জমির দলিলপত্রের মতো জরুরি নথি রয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আধার কার্ড পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। 

শুধু দিল্লি নয়, দেশজুড়েই শুরু হতে চলেছে এসআইআর। গত মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে, এই নিয়ে কথা বলতে গিয়েই জানিয়েছিলেন যে শীঘ্রই দেশজুড়ে এসআইআর শুরু হবে। তার দিনক্ষণও ঘোষণা করা হবে কিছুদিনেই।