Tragedy in Karur: বিজয়ের জনসভায় ‘মৃত্যুমিছিল’! পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৩১ জনের, উদ্বিগ্ন মোদী
Stampede in Vijay Karur Rally: কারুরের এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'কারুরে একটি রাজনৈতিক কর্মসূচির সময় এমন দুর্ভাগ্যজনক ঘটনায় আমি সত্যিই মর্মাহত। যারা তাদের প্রিয় জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আশা করি এই দুঃসময় তাদের জীবন থেকে দ্রুত কেটে যাবে।'

চেন্নাই: রাজনৈতিক মিছিল পরিণত হল ‘মৃত্যুমিছিলে’। মাত্রারিক্ত ভিড়, তারপরেই পদপিষ্টের ঘটনা। নিমিষে মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে ভর্তি শতাধিক। বেশিরভাগেরই আশঙ্কাজনক পরিস্থিতি। উদ্বেগপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এমকে স্ট্যালিনের। উদ্বেগ প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী মোদীও।
কী হয়েছে?
ঘটনা তামিলনাড়ুর কারুর এলাকার। সেখানে তামিলাগা ভেটরি কাজাগম বা টিভিকে তরফে একটি জনসভার আয়োজন করেছিলেন দলের প্রতিষ্ঠাতা তথা অভিনেতা থলপতি বিজয়। তাঁর জনসভাতেই তৈরি হল হুড়োহুড়ি। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার মাত্রারিক্ত ভিড়ের কারণেই জনসভায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। মিছিল শুরু হতেই তৈরি হয় হুড়হুড়ি। ঘটে পদপিষ্টের ঘটনা। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। কেউ আবার জ্ঞান হারান। কারওর আবার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ইতিমধ্য়ে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এমএ সুব্রহ্মণ্যম জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকেই নিষ্প্রাণ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করেন স্থানীয়রা।’ প্রাথমিকভাবে অনুমান, পদপিষ্ট হয়েই মৃত্যু হয়েছে তাদের। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলিকে কারুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তাদের অনুমান, এই ঘটনায় কমপক্ষে ৫৮ জনের মৃ্ত্যু হওয়ার সম্ভবনা রয়েছে।
কী লিখলেন মোদী?
স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্তা ডেভিডসন দেবার্শিবথম জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত স্থানীয় হাসপাতালগুলিতে মোট ৫০০ জনকে ভর্তি করা হয়েছে। কারুরের এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কারুরে একটি রাজনৈতিক কর্মসূচির সময় এমন দুর্ভাগ্যজনক ঘটনায় আমি সত্যিই মর্মাহত। যারা তাদের প্রিয় জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আশা করি এই দুঃসময় তাদের জীবন থেকে দ্রুত কেটে যাবে।’
The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. Wishing strength to them in this difficult time. Praying for a swift recovery to all those injured.
— Narendra Modi (@narendramodi) September 27, 2025
কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল?
প্রাথমিকভাবে অনুমান, জনসভায় অনেক বেশি ভিড় হয়েছিল। এত পরিমাণ লোক আসবেন, তা উদ্যোক্তারাও আশা করতে পারেননি। তারপর আবার বিজয় বক্তৃতা দিতে উঠতেই ভিড় আরও বাড়তে থাকে। কেউ আবার বলছেন, কারুরে প্রবেশের সময় অনেকটা সময় লাগিয়ে দিয়েছিলেন বিজয়। একটি বাসে চড়ে মিছিল করে কারুরে প্রবেশ করেন। নির্ধারিত সময়েরও দু’ঘণ্টা পরে জনসভায় পৌঁছন। যার জেরে বাড়ে ভিড়। শুরু হয় হুড়োহুড়ি।
