AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway: এবার ভারতীয় রেলের জন্য কাজ করবে TATA, স্বাক্ষর হল চুক্তি

TATA-Indian Rail: নতুন সংস্থাটি মেট্রো, মাঝারি থেকে উচ্চ-গতির ট্রেনের ড্রাইভ, কনভার্টার এবং অন্যান্য প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরি করবে। সমস্ত উৎপাদন ভারতে করা হবে বলে জানা গিয়েছে।

Railway: এবার ভারতীয় রেলের জন্য কাজ করবে TATA, স্বাক্ষর হল চুক্তি
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Jul 11, 2025 | 12:27 AM
Share

নয়া দিল্লি: টাটা অটো-কম্প সিস্টেমস এবং ইউরোপের সংস্থা স্কোডা গ্রুপ একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় রেলে ব্যবহৃত প্রপালশন প্রযুক্তি এবং এর যন্ত্রাংশ তৈরি করবে এই দুই সংস্থা। এতে কোটি কোটি ইউরো বিনিয়োগ করা হবে।

রেল সেক্টরের ক্রমাগত উন্নয়নের কথা মাথায় রেখে এই চুক্তি করা হয়েছে। টাটা অটো-কম্প ইতিমধ্যেই বৈদ্যুতিক যানবাহনের যন্ত্রাংশ তৈরির কাজ করে থাকে, আর এবার রেলওয়ে সেক্টরে পা রাখছে টাটা।

নতুন সংস্থাটি মেট্রো, মাঝারি থেকে উচ্চ-গতির ট্রেনের ড্রাইভ, কনভার্টার এবং অন্যান্য প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরি করবে। সমস্ত উৎপাদন ভারতে করা হবে বলে জানা গিয়েছে।

নতুন এই চুক্তি ভারতের স্মার্ট পরিবহনের লক্ষ্যকে আরও বেশি মজবুত করবে। টাটা অটো-কম্প বলেছে যে তারা কম খরচে উন্নত এবং টেকসই প্রযুক্তি আনার চেষ্টা করছে, বিশেষ করে ভারতীয় রেলে কথা মাথায় রেখে। টাটা অটো-কম্পের ভাইস চেয়ারম্যান অরবিন্দ গোয়েল বলেন, “স্কোডার সঙ্গে আমাদের চুক্তি ভারতীয় রেল এবং মেট্রোতে আমাদের কাজ আরও এগিয়ে নিয়ে যাবে।”