AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Governor C V Anand Bose: দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, রাজনৈতিক মহলে শুরু গুঞ্জন

Governor C V Ananda Bose: সূত্রের খবর, এখনও পর্যন্ত তাঁর কোনও পূর্ব নির্ধারিত কর্মসূচির তালিকা পাওয়া যায়নি। কিন্তু তিনি যখনই দিল্লিতে যান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

Governor C V Anand Bose: দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, রাজনৈতিক মহলে শুরু গুঞ্জন
রাজ্যপাল সি ভি আনন্দ বোসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 1:49 PM
Share

কলকাতা: যাদবপুর বিতর্ক, উপাচার্য নিয়োগ মামলায় আচার্যকে পার্টি করার ‘সুপ্রিম’ নির্দেশের মাঝে রাজ্য়পালের দিল্লি সফর ঘিরে জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতেই দিল্লিতে রাজ্যপাল? সূত্রের খবর, এখনও পর্যন্ত তাঁর কোনও পূর্ব নির্ধারিত কর্মসূচির তালিকা পাওয়া যায়নি। কিন্তু তিনি যখনই দিল্লিতে যান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। কিন্তু বাংলায় বর্তমানে যা পরিস্থিতি, তার মধ্যেই রাজ্যপালের দিল্লি সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ তথা, রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই বাংলায় রাজ্য-রাজ্যপালের সংঘাতের আবহ তৈরি হয়েছে। সেটা নিয়েও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও বৈঠক রয়েছে কিনা, তার দিকে নজর রয়েছে।

সোমবারই উপাচার্য নিয়োগ মামলায় রাজ্যপালকে পার্টি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সূর্যকান্তর বেঞ্চর এই নির্দেশ দিয়েছে। তার মধ্যেই রাজ্যপালের দিল্লি সফরও বেশ ইঙ্গিতবহ বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিল্লি সফরের পূর্ব নির্ধারিত কর্মসূচি নিয়ে বিশেষ কিছুই জানা যায়নি।