High Speed Rail Network: বন্দে ভারতের থেকেও দ্রুত গতিতে ছুটবে ট্রেন, হাই স্পিড রেল নেটওয়ার্কে ঢুকে পড়ল বাংলা

High Speed Rail Network: আগামীতে যে কটি রুটে হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পবা করা হয়েছে, তাতে রয়েছে বাংলা। এদিনই লোকসভায় এ কথা জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

High Speed Rail Network: বন্দে ভারতের থেকেও দ্রুত গতিতে ছুটবে ট্রেন, হাই স্পিড রেল নেটওয়ার্কে ঢুকে পড়ল বাংলা
বন্দে ভারত এক্সপ্রেসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 7:37 PM

নয়া দিল্লি: ঝড়ের গতিতে ছুটছে বন্দে ভারত (Vande Bharat Express)। জুড়ছে ভারত। চলতি বছরের শুরুতে বাংলাতেও শুরু হয়েছে বন্দে ভারতের যাত্রা। এরইমধ্যে এবার হাইস্পিড রেল নেটওয়ার্কের (High Speed Rail Network) মধ্যে ঢুকে গেল পশ্চিমবঙ্গ। হাওড়া থেকে বারাণসী পর্যন্ত তৈরি হবে হাইস্পিড রেল করিডর, জানালেন রেলমন্ত্রী। বর্তমানে মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে দেশের মধ্যে প্রথম হাই স্পিড ট্রেন চলাচলের নেটওয়ার্ক তৈরির কাজ চলছে। সাহায্য করছে জাপান। কিন্তু, সেই পথ আগামীতে আরও বাড়বে। পরিকল্পনা রয়েছে রেল মন্ত্রকের।

আগামীতে যে কটি রুটে হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করা হয়েছে তাতে রয়েছে বাংলা। এদিনই লোকসভায় এ কথা জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাফ জানালেন, আরও ৭টি রুটে হাই স্পিড ট্রেন চলবে। সেই জন্য তৈরি হচ্ছে বৃহত্তর নেটওয়ার্ক। এই সাতটি রুটের তালিকায় মধ্যে রয়েছে হাওড়া-বারাণসী হাই স্পিড ট্রেন করিডর।

আগামী কয়েক বছরের মধ্য়ে এই নয়া রেল করিডর তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে। রেল মন্ত্রীর এ ঘোষণার পর থেকেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে নানা মহলে। নয়া রেল নেটওয়ার্ক বর্তমান রেল লাইন বা নেটওয়ার্কের তুলনায় অনেক বেশি শক্তিশালী হতে চলেছে। হবে অত্যাধুনিক প্রযুর্তির ব্যবহার। এই ট্রেন লাইন দিয়ে আগামীতে বন্দে ভারতের থেকেও আরও দ্রুত গতির ট্রেন চলাচল করতে পারবে। মুহূর্তেই পৌঁছে যাওয়া যাবে যে কোনও প্রান্তে। আরও উন্নত হয়ে যাবে রেল পরিষেবা।

হাওড়া-বারাণসী রুট ছাড়াও বাকি ছয়টি রুটের তালিকায় থাকছে দিল্লি-বারাণসী, দিল্লি-আহমেদাবাদ, মুম্বই-নাগপুর, মুম্বই-হায়দরাবাদ, চেন্নাই-মাইসুরু, দিল্লি-অমৃতসর। এদিকে এখনও পর্যন্ত দেশে ছুটছে ৫০ বন্দে ভারত। রেলমন্ত্রী এদিন জানিয়েছেন, ২১ জুলাই পর্যন্ত ভারতে ৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে। আগামীতে এই হাইস্পিড রেল নেটওয়ার্ক চালু হলে সেখানে চলা ট্রেনগুলি যে গতির নিরিখে বন্দে ভারতকে পিছনে ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার, শেষ পর্যন্ত কবে বাস্তবায়িত হয় এই প্রকল্প।