Amit Shah: ‘পাকিস্তানের সঙ্গে ততক্ষণ আলোচনা নয়, যতক্ষণ না…’, কড়া বার্তা শাহর
Amit Shah: সীমান্তের বাসিন্দাদের সুরক্ষার জন্য সরকার বাঙ্কার বানিয়েছে। কিন্তু, তার আর প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, "সীমান্তের ওপার থেকে গুলি চালানোর ক্ষমতা নেই কারও। কারণ, তারা যদি একটি গুলি চালায়, তবে গোলাতে আমরা তার জবাব দেব।"
কাশ্মীর: সন্ত্রাসবাদ দমনে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রচারে তিনি বলেন, কোনও জঙ্গিকে ছাড়া হবে না। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। একইসঙ্গে পাকিস্তানকেও কড়া বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়।
নওশেরায় জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দর রায়নার সমর্থনে রবিবার জনসভা করেন অমিত শাহ। সভা থেকে জম্মু ও কাশ্মীরের যুবকদের ‘সিংহ’ বলে সম্বোধন করেন শাহ। তারপর ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, “তারা প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় এলে জঙ্গি ও পাথর নিক্ষেপকারীদের ছেড়ে দেওয়া হবে। সন্ত্রাসবাদের পুনরুজ্জীবনের কথা বলছেন ফারুক আবদুল্লা। কিন্তু, আমি তাঁদের বলতে চাই, এটা মোদী সরকার। আমরা সন্ত্রাসবাদকে পাতালে পুঁতে দেব। কোনও সন্ত্রাসবাদী কিংবা পাথর নিক্ষেপকারীকে ছাড়া হবে না।”
অমিত শাহ বলেন, “ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস পাকিস্তানের সঙ্গে আলোচনার পক্ষে। আমি ফারুক আবদুল্লা ও রাহুল গান্ধীকে বলতে চাই, সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়। আমি জম্মু ও কাশ্মীরের আমার সিংহদের (জম্মু ও কাশ্মীরেরর যুব সমাজ) সঙ্গে কথা বলব। কিন্তু, পাকিস্তানের সঙ্গে নয়।”
সীমান্তের বাসিন্দাদের সুরক্ষার জন্য সরকার বাঙ্কার বানিয়েছে। কিন্তু, তার আর প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করেন শাহ। তিনি বলেন, “সীমান্তের ওপার থেকে গুলি চালানোর ক্ষমতা নেই কারও। কারণ, তারা যদি একটি গুলি চালায়, তবে গোলাতে আমরা তার জবাব দেব।”
জম্মু ও কাশ্মীরে তিন দফায় ৯০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। তার মধ্যে ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ২৪টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এরপর ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা হবে ৮ অক্টোবর।