TMC in Tripura: ত্রিপুরার মানুষের কাছে সরকার বিরোধী বার্তা পৌঁছে দিতেই পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ তৃণমূলের
TMC protest in Tripura: ত্রিপুরায় জনসংযোগের কর্মসূচি নিয়েছে তৃণমূল। এরই মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ে সরব হল ঘাসফুল শিবির।
আগরতলা : কয়েক মাস হল প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় (Tripura) নিজেদের সংগঠন মজবুত করতে একের পর এক পদক্ষেপ করেছে তৃণমূল। ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। বিপ্লব দেব (Biplab Deb) সরকারকে কোণঠাসা করতে কোনও সুযোগই ছাড়তে চাইছে না ঘাসফুল শিবির। বারবার বাধার মুখে পড়তে হলেও পিছু হটছে না তৃণমূল নেতৃত্ব। এরই মধ্যে পেট্রোলের মূল্যবৃদ্ধি (Petrol Price Hike) নিয়ে ত্রিপুরা বিক্ষোভ দেখাল তৃণমূল। আজ, মঙ্গলবার তৃণমূল নেতারা বিক্ষোভ দেখান পেট্রোল পাম্পের সামনে গিয়ে। বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), ত্রিপুরায় তৃণমূলের স্টিয়ারিং কমিটি আহ্বায়ক সুবল ভৌমিক (Subal Bhowmick)। সঙ্গে রয়েছেন ত্রিপুরা অন্যান্য তৃণমূল নেতারা।
গত কয়েক দিন ধরে হু হু করে বেড়েছে পেট্রোপণ্যের দাম। সেই ইস্যুতেই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। সেই বার্তাই ত্রিপুরার মানুষের কাছে পৌঁছে দিতে এ দিন এই বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছে। এ দিন, কুণাল ঘোষ বলেন, তৃণমূল সব মানুষের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করবে। তিনি বলেন, আমরাও রামজি কে শ্রদ্ধা করি। রামের নাম নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। যে জয় শ্রী রাম স্লোগান পেট্রোলের দাম কমাবে না, যে জয় শ্রী রাম স্লোগান মা-বোনেদের রান্নার গ্যাসের দাম কমাবে না, সেই যে জয় শ্রী রাম স্লোগান দিয়ে বিজেপির রাজনীতি মানছি না।
এ দিকে, আজ রাজ্যসভায় শপথ নেওয়ার পর ফের ত্রিপুরার আশান্তি নিয়ে সরব হন সুস্মিতা দেব। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী বা দলের অন্য কেউ আইনের বাইরে গিয়ে কিছু করেননি। ত্রিপুরায় গণতন্ত্রের পরিবেশ নেই বলে উল্লেখ করেন তিনি। সুস্মিতা দেব বলেন, আমরা পুরসভা ভোটের প্রস্তুতি নিচ্ছি ত্রিপুরায়।
সম্প্রতি ত্রিপুরায় বিশেষ কর্মসূচি চালু করেছে তৃণমূল। ত্রিপুরার ২০টি শহর, ৫৮ ব্লকের মানুষের কাছে পৌঁছে যাবে তৃণমূল। জনসংযোগে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। ত্রিপুরার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করাই হবে তাদের মূল উদ্দেশ্য। সুস্মিতা দেব জানিয়েছিলেন, তাঁরা মানুষকে এটাই বোঝাবেন যে কেন তৃণমূলকে সমর্থন করা প্রয়োজন। বিপ্লব দেব যে ভাবে অন্যান্য রাজনৈতিক দলকে বাধা দিচ্ছেন তা যে মোটেই কোনও গণতান্ত্রিক কাজ হতে পারে না, সেটাই বোঝাতে যাবেন তাঁরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মানুষকে যে বার্তা দিতে চান সেটাও পৌঁছে দেওয়া হবে। আলাদা আলাদা টিম ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। টিমের সদস্যরা পৌঁছে যাবেন ৮ টি জেলার ৫৮ টি ব্লকে।
সেই কর্মসূচির শুরুর দিনেই আক্রান্ত হন সুস্মিতা দেব। অভিযোগ, ত্রিপুরায় তাঁর গাড়ির উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। তৃণমূলের বক্তব্য, দুষ্কৃতীরা প্রত্যেকেই বিজেপি আশ্রিত।
আরও পড়ুন : Goa: মমতার সফরের আগে তুঙ্গে তরজা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল