PM Modi: ১০ বছরে কতটা পথ হাঁটল ডিজিটাল ভারত, কলম ধরে ‘মন কি বাত’ লিখলেন মোদী
PM Modi: সরকারি বিভিন্ন সুবিধা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার তথ্য তুলে ধরে মোদী বলেন, দেশের নাগরিকদের কাছে সরাসরি ৪৪ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। মিডলম্যান ও অন্য জায়গায় সেই টাকা চলে যায়নি। এর ফলে ৩.৪৮ লক্ষ কোটি টাকা বাঁচানো গিয়েছে বলে তিনি লেখেন।

নয়াদিল্লি: ডিজিটাল ভারত। ১০ বছর আগে যে উদ্য়োগের পথচলা শুরু। আর আজ দেশের কোণায় কোণায় ডিজিটাল ভারতের সুবিধা পৌঁছে গিয়েছে। যে উদ্যোগের সাফল্যে নিয়ে দশ বছর আগে অনেকেই সন্দিহান ছিলেন, সেই ডিজিটাল ভারতের বলে বলীয়ান হয়ে ভারত আজ বিশ্বকে ডিজিটাল ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার পথে এগোচ্ছে। ডিজিটাল ভারতের ১০ বছর পূর্তিতে কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিঙ্কডইনে লেখা একটি প্রবন্ধে ডিজিটাল ভারতের সাফল্যের কথা তুলে ধরলেন। পরবর্তী দশকে ভারতের লক্ষ্যের কথাও জানালেন তিনি।
২০১৫ সালে ডিজিটাল ভারতের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। দেশের প্রত্যেক নাগরিক যাতে প্রযুক্তির সুবিধা পান, সেটা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। এদিন প্রধানমন্ত্রী লেখেন, “ভারতীয় প্রযুক্তি ব্যবহার করতে পারবেন কি না, তা নিয়ে দশকের পর দশক সংশয় প্রকাশ করা হয়েছে। আমরা এই ভাবনায় বদল আনি। প্রযুক্তি ব্যবহারে ভারতীয়দের দক্ষতার উপর আস্থা রাখি।”
এরপরই তিনি বলেন, “২০১৪ সালে ভারতে ইন্টারনেট পরিষেবা সীমিত ছিল। মানুষের ডিজিটাল জ্ঞান খুবই কম ছিল। অনলাইনে সরকারি পরিষেবা প্রায় দুর্লভ ছিল। ভারতের মতো এত বিশাল ও বৈচিত্র্যময় দেশে ডিজিটাল ক্ষেত্রে সাফল্য নিয়ে অনেকে সন্দিহান ছিলেন।” তিনি আরও বলেন, “কয়েক দশক ধরে এটাও মনে করা হচ্ছিল যে প্রযুক্তির ব্যবহার ধনী ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ব্যবধান আরও গভীর করবে। কিন্তু আমরা এই মানসিকতা পরিবর্তন করেছি এবং এই ব্যবধান দূর করার জন্য প্রযুক্তির আশ্রয় নিয়েছি।” প্রধানমন্ত্রী বলেন, দশ বছর পর সব প্রশ্নের উত্তর আজ ১৪০ কোটি ভারতীয়র জীবনেই দেখতে পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, ২০১৪ সালে ২৫ কোটি ইন্টারনেট সংযোগ ছিল। এখন তা বেড়ে হয়েছে ৯৭ কোটি। ৪২ লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল রয়েছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্বের যা ১১ গুণ। এই অপটিক্যাল ফাইবার প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করেছে। প্রধানমন্ত্রী লেখেন, ৫জি পরিষেবায়ও দ্রুত এগোচ্ছে ভারত। ইউপিআই-য়ের মতো অনলাইনে লেনদেনের কথাও তুলে ধরেন তিনি।

ডিজিটাল ভারতের সাফল্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সরকারি বিভিন্ন সুবিধা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার তথ্য তুলে ধরে মোদী বলেন, দেশের নাগরিকদের কাছে সরাসরি ৪৪ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। মিডলম্যান ও অন্য জায়গায় সেই টাকা চলে যায়নি। এর ফলে ৩.৪৮ লক্ষ কোটি টাকা বাঁচানো গিয়েছে বলে তিনি লেখেন। ভারতের ডিজিটাল অর্থনীতি আগের চেয়েও বেশি এমএসএমই এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন করছে বলে তিনি লেখেন। স্টার্টআপ ইকোসিস্টেমেও এখন ভারত বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে রয়েছে বলে জানান। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে ভারতের সাফল্যের প্রশংসা করেন মোদী।
ডিজিটাল ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেওয়াই লক্ষ্য-
ডিজিটাল ক্ষেত্রে পরবর্তী দশ বছরে কোথায় পৌঁছতে পারে ভারত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, ডিজিটাল ইন্ডিয়া আর শুরু সরকারের কর্মসূচিতে আটকে নেই। এটা এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। আত্মনির্ভর ভারতের ভিত্তি হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে চলেছে ভারত। ভারত প্রথম থেকে বিশ্বের জন্য ভারত হওয়ার পথে চলেছে। আগামী ১০ বছর খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

