TV9 Festival of India 2025: আজ টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ডান্ডিয়া নাইট, পৌঁছে যান মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে
TV9 Festival of India 2025: টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আজ সন্ধেয় দর্শকদের মাতিয়ে তুলবেন ডিজে D'Ark। সন্ধে ৭টা থেকে তাঁর সঙ্গে ডান্ডিয়া নাইটে মেতে ওঠতে আপনিও পৌঁছে যেতে পারেন মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। ২৮ সেপ্টেম্বর টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় লাইভ পারফর্ম করেন বলিউডের হিট জুটি সচেত-পরম্পরা।

নয়াদিল্লি: শুধু দুর্গা প্রতিমা দর্শন নয়। উপভোগ করতে পারবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। কেনাকাটারও সুযোগ রয়েছে। রাজধানী দিল্লিতে টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় গেলে পুরোপুরি পুজোর আমেজ পাবেন। দুর্গাপুজোর সময় বাংলায় আসতে পারেননি। দিল্লিতে রয়েছেন। রাজধানী দিল্লিতে পুজোর আমেজ পাবেন মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। পাঁচদিন ধরে টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার আয়োজন করা হয়েছে সেখানে। আজ (মঙ্গলবার) এই উৎসবের তৃতীয় দিন। এদিন সন্ধেয় ডিজে D’Ark-র সঙ্গে ডান্ডিয়া নাইট উপভোগ করতে পারবেন।
টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার এটা তৃতীয় বছর। এবার ২৮ সেপ্টেম্বর উৎসব শুরু হয়েছে। চলবে ২ অক্টোবর পর্যন্ত। আজ উৎসবের তৃতীয় দিন। মহাষ্টমী। এদিন সকাল পুজো শুরু হয়। সাড়ে ১১টা থেকে শুরু হয় পুষ্পাঞ্জলি। তারপর ভোগ নিবেদন। রাত ৮টায় রয়েছে সন্ধ্যারতি।
টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আজ সন্ধেয় দর্শকদের মাতিয়ে তুলবেন ডিজে D’Ark। সন্ধে ৭টা থেকে তাঁর সঙ্গে ডান্ডিয়া নাইটে মেতে ওঠতে আপনিও পৌঁছে যেতে পারেন মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। ২৮ সেপ্টেম্বর টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় লাইভ পারফর্ম করেন বলিউডের হিট জুটি সচেত-পরম্পরা। দর্শকদের মন জয় করে নেন তাঁরা। আর আগামিকাল (১ অক্টোবর) রয়েছে বিখ্যাত গায়ক শানের অনুষ্ঠান। এই ফেস্টিভ্যালে প্রবেশমূল্য লাগে না।

রয়েছে ফুড জোন-
যাঁরা খেতে ভালবাসেন, তাঁদের জন্যও রয়েছে ব্যবস্থা। রয়েছে ফুড জোন। যেখানে ভারতীয় ও বিদেশি খাবারের স্টল রয়েছে। যা খাদ্যরসিকদের জিভে জল আনবে। এই উৎসবের অন্যতম আকর্ষণ লাইফস্টাইল এক্সপো। শুধু দেশ নয়, বিদেশের ২০০-র বেশি স্টল রয়েছে এখানে। ভারত ও বিদেশের এক্সক্লুসিভ পণ্য সাজানো রয়েছে।
