TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় নেতাদের কেনাকাটি, বসেছে ২০০-র বেশি স্টল
TV9 Festival of India: এখানে রয়েছে দু'শোর বেশি লাইফস্টাইল ও কেনাকাটির স্টল। উৎসবের মরশুমের কথা ভেবে বিভিন্ন ধরনের স্টলের ব্যবস্থা করা হয়েছে এই ফেস্টিভ্যালে। গ্যাজেট থেকে শুরু করে, হাল-ফ্যাশনের জামাকাপড়, আধুনিক মানের আসবাবপত্র, সব কেনাকাটির সুযোগ পাবেন আপনি এখানে।
Most Read Stories