TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় নেতাদের কেনাকাটি, বসেছে ২০০-র বেশি স্টল

TV9 Festival of India: এখানে রয়েছে দু'শোর বেশি লাইফস্টাইল ও কেনাকাটির স্টল। উৎসবের মরশুমের কথা ভেবে বিভিন্ন ধরনের স্টলের ব্যবস্থা করা হয়েছে এই ফেস্টিভ্যালে। গ্যাজেট থেকে শুরু করে, হাল-ফ্যাশনের জামাকাপড়, আধুনিক মানের আসবাবপত্র, সব কেনাকাটির সুযোগ পাবেন আপনি এখানে।

| Edited By: | Updated on: Oct 21, 2023 | 10:43 PM
রাজধানীতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে মহাসমারোহের সঙ্গে চলছে TV9 নেটওয়ার্ক আয়োজিত TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। ফেস্টিভ্যালে দেবী দুর্গার বিশাল প্রতিমা নজর কাড়ছে আগত অতিথিদের। যাবতীয় রীতি, নিয়ম-নিষ্ঠা মেনে সকাল-সন্ধে পুজো হচ্ছে সেখানে।

রাজধানীতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে মহাসমারোহের সঙ্গে চলছে TV9 নেটওয়ার্ক আয়োজিত TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। ফেস্টিভ্যালে দেবী দুর্গার বিশাল প্রতিমা নজর কাড়ছে আগত অতিথিদের। যাবতীয় রীতি, নিয়ম-নিষ্ঠা মেনে সকাল-সন্ধে পুজো হচ্ছে সেখানে।

1 / 14
২০ অক্টোবর থেকে শুরু হয়েছে TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এই ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য কোনও প্রবেশমূল্য থাকছে না। সকলের প্রবেশ অবাধ। রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্তও। গাড়ি রাখার জন্য আলাদা কোনও মূল্য দিতে হচ্ছে না।

২০ অক্টোবর থেকে শুরু হয়েছে TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এই ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য কোনও প্রবেশমূল্য থাকছে না। সকলের প্রবেশ অবাধ। রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্তও। গাড়ি রাখার জন্য আলাদা কোনও মূল্য দিতে হচ্ছে না।

2 / 14
২০ অক্টোবর সমস্ত আচার-বিধি মেনে পুজোর মাধ্যমে এই ফেস্টিভ্যালের সূচনা হয়। ফেস্টিভ্যালের সূচনার সময় প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TV9 নেটওয়ার্কের এমডি বরুণ দাস,TV9 ভারতবর্ষ ডিজিটালের গ্রুপ এডিটর পাণিনি আনন্দ ও হোল টাইম ডিরেক্টর হেমন্ত শর্মা।

২০ অক্টোবর সমস্ত আচার-বিধি মেনে পুজোর মাধ্যমে এই ফেস্টিভ্যালের সূচনা হয়। ফেস্টিভ্যালের সূচনার সময় প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TV9 নেটওয়ার্কের এমডি বরুণ দাস,TV9 ভারতবর্ষ ডিজিটালের গ্রুপ এডিটর পাণিনি আনন্দ ও হোল টাইম ডিরেক্টর হেমন্ত শর্মা।

3 / 14
TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় দেশ-বিদেশের রকমারি খাবার চেখে দেখার সুযোগ পাবেন আপনি। একইসঙ্গে কেটাকাটির জন্য থাকছে প্রচুর স্টল। ইলেকট্রনিক্স, অত্যাধুনিক গ্যাজেট, জামাকাপড়, বাইক-সহ আরও কত কী!

TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় দেশ-বিদেশের রকমারি খাবার চেখে দেখার সুযোগ পাবেন আপনি। একইসঙ্গে কেটাকাটির জন্য থাকছে প্রচুর স্টল। ইলেকট্রনিক্স, অত্যাধুনিক গ্যাজেট, জামাকাপড়, বাইক-সহ আরও কত কী!

4 / 14
এখানে আছে ১০০টিরও বেশি খাবারের স্টল। শুধু দেশেরই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের জিভে জল আনা খাবারের স্টল বসেছে এখানে।

এখানে আছে ১০০টিরও বেশি খাবারের স্টল। শুধু দেশেরই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের জিভে জল আনা খাবারের স্টল বসেছে এখানে।

5 / 14
TV9 নেটওয়ার্ক আয়োজিত এই ফেস্টিভ্যালে পাঁচ দিন ধরে বিভিন্ন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

TV9 নেটওয়ার্ক আয়োজিত এই ফেস্টিভ্যালে পাঁচ দিন ধরে বিভিন্ন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

6 / 14
এখানে রয়েছে দু'শোর বেশি লাইফস্টাইল ও কেনাকাটির স্টল। উৎসবের মরশুমের কথা ভেবে বিভিন্ন ধরনের স্টলের ব্যবস্থা করা হয়েছে এই ফেস্টিভ্যালে। গ্যাজেট থেকে শুরু করে, হাল-ফ্যাশনের জামাকাপড়, আধুনিক মানের আসবাবপত্র, সব কেনাকাটির সুযোগ পাবেন আপনি এখানে।

এখানে রয়েছে দু'শোর বেশি লাইফস্টাইল ও কেনাকাটির স্টল। উৎসবের মরশুমের কথা ভেবে বিভিন্ন ধরনের স্টলের ব্যবস্থা করা হয়েছে এই ফেস্টিভ্যালে। গ্যাজেট থেকে শুরু করে, হাল-ফ্যাশনের জামাকাপড়, আধুনিক মানের আসবাবপত্র, সব কেনাকাটির সুযোগ পাবেন আপনি এখানে।

7 / 14
২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রোজ সকাল ১০ টা থেকে এই ফেস্টিভ্যাল চলবে। ফেস্টিভ্যালে সকলের জন্য অবাধ প্রবেশ। গাড়ি পার্কিংয়ের জন্য কোনও খরচ করতে হবে না।

২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রোজ সকাল ১০ টা থেকে এই ফেস্টিভ্যাল চলবে। ফেস্টিভ্যালে সকলের জন্য অবাধ প্রবেশ। গাড়ি পার্কিংয়ের জন্য কোনও খরচ করতে হবে না।

8 / 14
TV9 নেটওয়ার্ক আয়োজিত এই ফেস্টিভ্যালে এসেছিলেন অনেক সাংসদও। বিভিন্ন স্টলে ঘুরে তাঁরা কেনাকাটিও করেন। TV9 নেটওয়ার্কের এমডি বরুণ দাস ও হোল টাইম ডিরেক্টর হেমন্ত শর্মাও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।

TV9 নেটওয়ার্ক আয়োজিত এই ফেস্টিভ্যালে এসেছিলেন অনেক সাংসদও। বিভিন্ন স্টলে ঘুরে তাঁরা কেনাকাটিও করেন। TV9 নেটওয়ার্কের এমডি বরুণ দাস ও হোল টাইম ডিরেক্টর হেমন্ত শর্মাও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।

9 / 14
ভিন দেশের অনেক স্টলও বসেছে এখানে। কোরিয়া, থাইল্যান্ড, ইরান-সহ আরও অন্যান্য দেশের স্টল রয়েছে। সেখানেও বিভিন্ন পছন্দসই জিনিসপত্র সুলভ মূল্যে কিনে নিতে পারবেন আপনি। জিনিসপত্রের দাম যাতে খুব বেশি না হয়, সেদিকেও খেয়াল রাখা হয়েছে এখানে।

ভিন দেশের অনেক স্টলও বসেছে এখানে। কোরিয়া, থাইল্যান্ড, ইরান-সহ আরও অন্যান্য দেশের স্টল রয়েছে। সেখানেও বিভিন্ন পছন্দসই জিনিসপত্র সুলভ মূল্যে কিনে নিতে পারবেন আপনি। জিনিসপত্রের দাম যাতে খুব বেশি না হয়, সেদিকেও খেয়াল রাখা হয়েছে এখানে।

10 / 14
এর পাশাপাশি রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের স্টলও। সেখানেও আপনি পেয়ে যাবেন রকমারি জিনিসপত্র।

এর পাশাপাশি রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের স্টলও। সেখানেও আপনি পেয়ে যাবেন রকমারি জিনিসপত্র।

11 / 14
কেনাকাটির পাশাপাশি ফেস্টিভ্যালে রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থাও। ফেস্টিভ্যালের পাঁচদিনই এখানে থাকছে লাইভ মিউজ়িকের ব্যবস্থা। এছাড়াও থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

কেনাকাটির পাশাপাশি ফেস্টিভ্যালে রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থাও। ফেস্টিভ্যালের পাঁচদিনই এখানে থাকছে লাইভ মিউজ়িকের ব্যবস্থা। এছাড়াও থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

12 / 14
ফেস্টিভ্যালে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডেও। বিভিন্ন স্টল ঘুরে দেখেন তাঁরা। পোশাকের স্টল থেকে কেনাকাটিও করেন।

ফেস্টিভ্যালে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডেও। বিভিন্ন স্টল ঘুরে দেখেন তাঁরা। পোশাকের স্টল থেকে কেনাকাটিও করেন।

13 / 14
সাংসদ মহেশ শর্মাও এসেছিলেন TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। দেবী দুর্গার প্রতিমা দর্শন করেন তিনি। এরপর ফেস্টিভ্যালের লাইফস্টাইল ও শপিং স্টল থেকে কেনাকাটিও করে নিলেন।

সাংসদ মহেশ শর্মাও এসেছিলেন TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। দেবী দুর্গার প্রতিমা দর্শন করেন তিনি। এরপর ফেস্টিভ্যালের লাইফস্টাইল ও শপিং স্টল থেকে কেনাকাটিও করে নিলেন।

14 / 14
Follow Us: