Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Push-Pull Loco: ভারতীয় রেলে নতুন সংযোজন পুশ-পুল লোকো, প্রথম ছবি শেয়ার করলেন রেলমন্ত্রী

Ashwini Vaishnaw: ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় শ্রেণির স্লিপার কোচ ও দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত কামরার আপগ্রেড করা হবে। বর্তমানে তা চেন্নাইয়ের ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরিতে  এই নতুন কোচগুলি তৈরি করা হচ্ছে।  নতুন ট্রেনের নাম এখনও ঠিক না করা হলেও, বন্দে ভারতের মতো একাধিক সুযোগ-সুবিধা থাকবে।

Push-Pull Loco:  ভারতীয় রেলে নতুন সংযোজন পুশ-পুল লোকো, প্রথম ছবি শেয়ার করলেন রেলমন্ত্রী
পুশ-পুল লোকো।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 10:59 AM

নয়া দিল্লি: তেল চিটচিটে, পুরনো দিনের পাওয়ার জেনারেটর চালিত ইঞ্জিন এখন অতীত। ভারতীয় রেলওয়েতে নতুন সংযোজন পুশ-পুল লোকো। ট্রেনের দুই প্রান্তেই থাকবে এই লোকো কামরা। শীঘ্রই এই লোকো ইঞ্জিন সংযোজন করা হবে ভারতীয় রেলে। বুধবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর এক্স হ্যান্ডেলে এই পুশ-পুল লোকোর প্রথম ছবি পোস্ট করলেন।

যাত্রী সুবিধার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সংযোজনের উপরেও বিশেষ জোর দিচ্ছে ভারতীয় রেলওয়ে। তারই উদাহরণ হল পুশ-পুল লোকো। এতে ট্রেনের দুই প্রান্তে থাকবে দুটি লোকোমোটিভ বা ইঞ্জিন। এতে ট্রেনটিকে সামনে-পিছনে দুই দিক থেকেই টানা যাবে। অর্থাৎ কোনও গন্তব্য়ে পৌঁছনোর পর আর ইঞ্জিন বদল করতে হবে না। ট্রেনের শেষ প্রান্তে যুক্ত থাকা লোকোমোটিভই টেনে নিয়ে যাবে। বর্তমানে চিত্তরঞ্জন লোকোমোটিভে এই পুশ-পুল লোকো তৈরি করা হচ্ছে।

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় শ্রেণির স্লিপার কোচ ও দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত কামরার আপগ্রেড করা হবে। বর্তমানে তা চেন্নাইয়ের ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরিতে  এই নতুন কোচগুলি তৈরি করা হচ্ছে।  নতুন ট্রেনের নাম এখনও ঠিক না করা হলেও, বন্দে ভারতের মতো একাধিক সুযোগ-সুবিধা থাকবে।

কবে থেকে চালু হবে এই পুশ-পুল লোকো?

রেল সূত্রে জানা গিয়েছে, এখনও কাজ চলছে। যদি সবকিছু পরিকল্পনা মতো হয়, তবে পুশ-পুল আপগ্রেডেড স্লিপার ট্রেনটি অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। চলতি বছরের শেষভাগ থেকেই ট্রেনগুলিতে এই পুশ-পুল লোকোমোটিভ যোগ করা হতে পারে।