US Woman Praise India: ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসা, এদিকে খরচ মাত্র ৫০ টাকা! ভারতের স্বাস্থ্য পরিকাঠামো দেখে হতবাক মার্কিন মহিলা
US Woman Praise Indian Healthcare: এই দেশের সঙ্গে তাঁর যেন একটা 'আত্মীক সম্পর্ক' তৈরি হয়ে গিয়েছে। তাই আর দেশে ফেরা হয়নি। ভারতেই রয়ে গিয়েছেন তিনি। কয়েক দিন আগেই বাড়িতে রান্নাবান্না করার সময় সবজি কাটতে গিয়ে ভুলবশত নিজের বুড়ো আঙুলে ছুরি চালিয়ে দেন তিনি। গুরুতর ভাবে কিছু না হলেও, বেশ চোট পেয়েছিলেন তিনি।

নয়াদিল্লি: ৫০ টাকায় সারল আঙুলের চোট। চিকিৎসা ব্যবস্থা এতটা সস্তা? খুশিতে গদগদ হয়ে প্রশ্ন তুললেন এক মার্কিন মহিলা। মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক্তার দেখানো বা কোনও হাসপাতালে ভর্তি হওয়া মোটেই সহজ কথা নয়। চাই কারি কারি টাকা। আর সেই সমস্যা মেটাতে সামান্য ডাক্তার দেখানোর জন্য মেডিক্লেইম নির্ভর হয়ে থাকেন আমেরিকানরা। কিন্তু ভারতে এসবের প্রয়োজন নেই। যা দেখে হতবাক ওই বিদেশিনী। নিজের সমাজমাধ্যমেই তুলে ধরলেন সেই অভিজ্ঞতার কথা।
মার্কিন যুবতীর নাম ক্রিস্টেন ফিশার। ক্রিস্টেন কয়েক বছর ধরেই ভারতে রয়েছেন। এই দেশের সঙ্গে তাঁর যেন একটা ‘আত্মীক সম্পর্ক’ তৈরি হয়ে গিয়েছে। তাই আর দেশে ফেরা হয়নি। ভারতেই রয়ে গিয়েছেন তিনি। কয়েক দিন আগেই বাড়িতে রান্নাবান্না করার সময় সবজি কাটতে গিয়ে ভুলবশত নিজের বুড়ো আঙুলে ছুরি চালিয়ে ফেলেন তিনি। গুরুতর ভাবে কিছু না হলেও, বেশ চোট পেয়েছিলেন ওই মহিলা।
ফলত, চিকিৎসার জন্য দ্বারস্থ হন স্থানীয় একটি হাসপাতালে। ক্রিস্টেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট জানিয়েছেন, ‘চিকিৎসকরা আমাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যান। সেখানে আঙুলে ব্য়ান্ডেজ বেঁধে দেওয়া থেকে ওষুধ লাগিয়ে দেওয়া, সবই ওনারাই করেছেন। তবে আমি সবচেয়ে বেশি হতবাক। মিনিট ৪৫ ধরে চলা এই পরিষেবার খরচ পড়েছে মাত্র ৫০ টাকা।’
কী বললেন তিনি?
Kristen Fischer hails Indian healthcare and compares it with that in America
₹50 treatment in India would cost ₹1.7 lakh in US, and she praised the zero wait time pic.twitter.com/KfZYzrMTn5
— Tushar ॐ♫₹ (@Tushar_KN) September 22, 2025
তাঁর সংযোজন, ‘এই একই পরিষেবা যদি আমেরিকায় পেতে হত, তা হলে ন্যূনতম ২ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা খরচ পড়ত। আর এই কারণেই ভারতের স্বাস্থ্য কাঠামো আমার এতটা পছন্দের।’ ওই মার্কিন মহিলার ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর যে কোনও তুলনা নেই, সেই মন্তব্যেই সায় দিয়েছেন নেটিজেনরা।
