AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Live-in-Relation: ‘৫০ টুকরো করে দিচ্ছে’, মেয়েদের লিভ-ইন সম্পর্কে থাকতে মানা রাজ্যপালের! জোর বিতর্ক

UP Governor on Live In: রাজ্যপাল বলেন, "আমি শুধু মেয়েদের একটা কথা বলতে চাই। আজকাল ট্রেন্ড হয়ে গিয়েছে লিভ ইন সম্পর্ক, কিন্তু এটা থেকে দূরে থাকো। নাহলে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এক যুবতীকে কীভাবে ৫০ টুকরো করা হয়েছিল।"   

Live-in-Relation: '৫০ টুকরো করে দিচ্ছে', মেয়েদের লিভ-ইন সম্পর্কে থাকতে মানা রাজ্যপালের! জোর বিতর্ক
উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল।Image Credit: PTI
| Updated on: Oct 10, 2025 | 7:11 AM
Share

লখনউ: লিভ ইন সম্পর্কে থাকলে ৫০ টুকরো হয়ে যাবেন! যুবতীদের ঠিক এইভাবেই সতর্ক করলেন রাজ্যপাল। লিভ ইন সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্কে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। মহিলাদের লিভ ইন সম্পর্ক থেকে দূরে থাকতে বললেন তিনি।

বারাণসীতে মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের ৪৭ তম কনভোকেশন অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল পড়ুয়াদের লিভ ইন সম্পর্ক নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, “আমি শুধু মেয়েদের একটা কথা বলতে চাই। আজকাল ট্রেন্ড হয়ে গিয়েছে লিভ ইন সম্পর্ক, কিন্তু এটা থেকে দূরে থাকো। নাহলে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এক যুবতীকে কীভাবে ৫০ টুকরো করা হয়েছিল।”   

লিভ ইন সম্পর্কে সঙ্গীর হাতে নির্যাতিত, অত্যাচারিত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বলেন, “বিগত বেশ কিছুদিন ধরে আমি এই ধরনের খবর শুনছি। আর আমি ভাবছি, কেন আমাদের মেয়েরা এটা (লিভ ইন) করছে? আমার খুব কষ্ট লাগে।”

এক বিচারপতির সঙ্গে কথাবার্তাতেও নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। সেই প্রসঙ্গ তুলে এনেই রাজ্যপাল আনন্দীবেন পটেল বলেন, “ওই বিচারপতি আমায় বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলিতেও সচেতনতা শিবিরের আয়োজন করা উচিত যাতে অল্প বয়সী মেয়েরা এই ধরনের শোষণ থেকে নিজেদের রক্ষা করতে পারে।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, দিন দুয়েক আগেও রাজ্যপাল লিভ ইন সম্পর্ক নিয়ে আরেক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বেশ কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে বেশ বিতর্ক হয়। বালিয়ায় জননায়ক চন্দ্রশেখর ইউনিভার্সিটির কনভোকেশন অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “অনাথ আশ্রমে গেলে লিভ ইন সম্পর্কের কী ফল, তা বোঝা যায়। ওখানে দেখবেন ১৫-২০ বছরের মেয়েরা কোলে এক বছরের সন্তানকে নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে।