স্ত্রীকে খুন করে মৃতদেহ কোলে নিয়ে সেলফি, আত্মীয়দের পাঠিয়ে ঝুলে পড়লেন নিজেও!
Crime: রাগের বশে ওই ব্যক্তি স্ত্রীর গলায় ওড়নার ফাঁস দিয়ে খুন করেন। এরপর নিথর দেহটি কোলে নিয়ে, তার সঙ্গে একাধিক সেলফি তোলেন। মৃতদেহের ছবি পাঠান সমস্ত আত্মীয়দের।
লখনউ: স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। রাগের মাথায় স্ত্রীকে খুন করে বসলেন স্বামী। স্ত্রীর নিথর দেহের সঙ্গে তুললেন সেলফি। সেই ছবি আবার পাঠালেন সমস্ত আত্মীয়দের। শেষে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। দিন কয়েক বাদে ওই যুবকের ভাই খুঁজতে এলে উদ্ধার হয় স্বামী-স্ত্রীর নিথর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে।
জানা গিয়েছে, ওই দম্পতি এটাহ-র বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা গাজিয়াবাদে থাকতেন। স্বামী লোনীতে একটি সংস্থায় কাজ করতেন। স্ত্রী নয়ডার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। এত দূরে অফিস হওয়ায়, স্ত্রীর অফিসে যাতায়াত নিয়েই নিত্যদিন ওই দম্পতির মধ্যে বচসা-অশান্তি লেগে থাকত।
চলতি সপ্তাহেও একই বিষয় নিয়ে ঝগড়া হয় স্বামী-স্ত্রীর মধ্যে। রাগের বশে ওই ব্যক্তি স্ত্রীর গলায় ওড়নার ফাঁস দিয়ে খুন করেন। এরপর নিথর দেহটি কোলে নিয়ে, তার সঙ্গে একাধিক সেলফি তোলেন। মৃতদেহের ছবি পাঠান সমস্ত আত্মীয়দের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক তাঁর ভাইকেও স্ত্রীর মৃতদেহের ছবি পাঠিয়েছিলেন। এরপর থেকেই তাঁর ভাই ক্রমাগত যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনও লাভ হয়নি। শেষে তিনি দাদার বাড়ি এসে পৌঁছলে, দরজা ভেঙে দেখতে পায়, বিছানায় বৌদির নিথর দেহ পড়ে রয়েছে। ঘরের কোণ থেকে ঝুলছে দাদার দেহ। পুলিশ দুটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।