Hindon River: ‘মৃত্যুকালে নদীতে রক্তপাত’, যোগীরাজ্যে লাল হয়ে গেল হিন্দোনের জল

Hindon River turns Red: : উত্তর প্রদেশের নয়ডার বহোলপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে হিন্দোন নদী। আচমকা, এই নদীর একটা বড় অংশের রং লাল হয়ে গিয়েছে। এতে নেটিজেনরা বিস্মিত হলেও, একেবারেই অবাক নন স্থানীয় বাসিন্দারা।

Hindon River: 'মৃত্যুকালে নদীতে রক্তপাত', যোগীরাজ্যে লাল হয়ে গেল হিন্দোনের জল
লাল হয়ে গিয়েছে নদীর দলের রঙ
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2023 | 9:37 PM

নয়া দিল্লি: উত্তর প্রদেশের নয়ডার বহোলপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে হিন্দোন নদী। আচমকা, এই নদীর একটা বড় অংশের রং লাল হয়ে গিয়েছে। সেই ছবি দেখে বিস্মিত হয়ে গিয়েছেন নেটিজেনরা। তবে, স্থানীয় বাসিন্দারা এতে একেবারেই অবাক নন। আসলে, হিন্দোনের জল কখনও লাল, কখনও হলুদ, কখনও বা একেবারে কালো বর্ণ ধারণ করতে দেখে তাঁরা অভ্যস্ত। তাঁরা জানিয়েছেন, ওই এলাকায় বেশ কয়েকটি অবৈধ রঞ্জক কারখানা, অর্থাৎ কাপড় রং করার কারখানা রয়েছে। সেই কারখানাগুলির বিষাক্ত বর্জ্য নদীর জলে মিশে গিয়েই, নদীর জলের রং পালটে যায়। সরকার এবং বিচার বিভাগের নির্দেশ সত্ত্বেও, যমুনার এই উপনদীতে পয়ঃনিষ্কাশন এবং শিল্পক্ষেত্রের বর্জ্য ফেলা অব্যাহত রয়েছে।

একেবারে ছোট থেকে এই নদীর তীরেই বসবাস করেন সোনু যাদব। বর্তমানে তাঁর বয়স ৮০ পার করেছে। তাঁর মতে, সম্প্রতি নদীর জলের রঙ যে লাল হয়ে গিয়েছে, তা হিন্দোন নদীর মৃত্যুর রূপক বলা যেতে পারে। মৃত্যুকালে যেন রক্তপাত হচ্ছে নদীটির। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, “যখন আমি ছোট ছিলাম, তখন গ্রামে কোনও রং করার কারখানা ছিল না। এত ঘরবাড়িও ছিল না। নদীতে মাছ ভর্তি ছিল। গ্রামবাসীরা নদীর তীরে চাষ করত। দীর্ঘদিন হল সেই সব মাছ হারিয়ে গিয়েছে। চাষের জমিগুলিও আজ আর নেই। পড়ে আছে শুধু আবর্জনা আর মলের স্তূপ।”

বহোলপুর গ্রামবাসীরা দুষণের ভয়ে নদীর জল ব্যবহার বন্ধ করে দিয়েছেন। হিন্দোন নদীর দূষণ নিয়ে সচেতনতা তৈরি করতে এবং জনমনসের মনোযোগ আকর্ষণের জন্য, ফেসবুকে হিন্দোন নদীর লাল রঙের জলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিবেশকর্মী বিক্রান্ত টোঙ্গাড়। উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলেছে, তারা এই অবৈধ ডাইং ইউনিটগুলির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই অঞ্চলে অন্তত ৩০টিরও বেশি রঞ্জক কারখানা চলে বলে জানা গিয়েছ। সবগুলি থেকেই দূষিত রাসায়নিক হিন্দোন নদীতে ফেলা হয়। পর্ষদের এক কর্তা জানিয়েছেন, হিন্দোন নদী লাল হয়ে যাওয়ার একটি ভিডিয়ো তাদের হাতে এসেছে। অবিলম্বে পর্যদের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে। এই ধরনের ১০টি কারখানা চিহ্নিত করা হয়েছে।