AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উচিত শিক্ষা! বন্ধ রেলগেট পার করার চেষ্টা করছিল রিক্সাচালক, কান ধরে উঠবোস করাল গার্ড, দেখুন ভিডিয়ো

Viral Video: সিগন্যাল লাল হয়ে যাওয়ার পর রেলগেট বন্ধ হয়ে গিয়েছিল। তড়িঘড়ি ট্রেন আসার আগেই এক ই-রিক্সা চালক রেলগেট পার করার চেষ্টা করছিলেন। কিন্তু ততক্ষণে ট্রেন চলে এসেছে। কোনমতে রক্ষা পান ওই রিক্সা চালক।

উচিত শিক্ষা! বন্ধ রেলগেট পার করার চেষ্টা করছিল রিক্সাচালক, কান ধরে উঠবোস করাল গার্ড, দেখুন ভিডিয়ো
কান ধরে উঠবোস করানো হল রিক্সাচালককে।Image Credit: X
| Updated on: May 31, 2025 | 5:47 PM
Share

লখনউ: রেলগেট বন্ধ। দুই পাশে দাঁড়ানো গাড়ি-বাইক ও লোকজন। মাঝখানে রেললাইনের উপরে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করছেন একজন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। কেন হঠাৎ ওই ব্যক্তি রেললাইনের উপরে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করতে বাধ্য হলেন?

অরক্ষিত রেলগেটে প্রায়সই দুর্ঘটনা ঘটে থাকে। সেই কারণেই রেলের তরফে প্রতিটি রাস্তায়, যার উপর দিয়ে রেল ট্রাক গিয়েছে, তাতে রেলগেট বসানোর উদ্যোগ নিয়েছে। সেই কাজ প্রায় শেষের পথে। তবে সমস্যাটা অন্য জায়গায়। রেলগেট বন্ধ হয়ে যাওয়ার পরও অনেকেই চেষ্টা করেন রেল লাইন পার করার। এমনই চেষ্টা করেছিল এক ই-রিক্সা চালক। তাকে উচিত শিক্ষা দিল রেলকর্মী।

সিগন্যাল লাল হয়ে যাওয়ার পর রেলগেট বন্ধ হয়ে গিয়েছিল। তড়িঘড়ি ট্রেন আসার আগেই এক ই-রিক্সা চালক রেলগেট পার করার চেষ্টা করছিলেন। কিন্তু ততক্ষণে ট্রেন চলে এসেছে। কোনমতে রক্ষা পান ওই রিক্সা চালক।

সেই সময় ডিউটিতে যে রেলকর্মী ছিলেন, তিনি ধরে ফেলেন ওই রিক্সা চালককে। তাকে ধরে আচ্ছা করে বকা-ঝকা দেন। প্রাণের ঝুঁকি নিয়ে এমন পারাপার কতটা ভয়ঙ্কর হতে পারে, তা নিয়ে শিক্ষা দিতেই তিনি ওই রিক্সা চালককে কান ধরে উঠবোস করান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অনেকেই ওই রেলকর্মীর প্রশংসা করেছেন। অন্যদিকে, উত্তর প্রদেশ জিআরপি-র তরফে লখনউয়ের জিআরপি সুপারিন্টেন্ডেন্টকে এই বিষয়টি দেখতে বলা হয়েছে।