VIDEO: রথযাত্রায় ভয়ঙ্কর কাণ্ড! মেজাজ হারিয়ে ছুট হাতির, তেড়ে গেল পুণ্যার্থীদের দিকে
Rath Yatra: এই শোভাযাত্রায় বেশ কিছু ট্রাক ও ১০টি হাতি ছিল। চারিদিকে বিপুল জনসমাগম হয়েছিল। রাস্তার মোড়ে পৌঁছতেই হঠাৎ মেজাজ হারায় একটি হাতি।

আহমেদাবাদ: রথযাত্রায় ভয়ঙ্কর কাণ্ড। রথের শোভাযাত্রায় মেজাজ হারাল হাতি। তেড়ে গেল পুণ্যার্থীদের দিকে। রীতিমতো পিষে দিতে উদ্যত হয় হাতি। অল্প-বিস্তর আহত হয়েছেন কয়েকজন। বেশ কিছুক্ষণের চেষ্টায় হাতিগুলিকে নিয়ন্ত্রণে আনা যায়।
আজ রথযাত্রা। সেই উপলক্ষে গুজরাটের আহমেদাবাদে বিরাট রথযাত্রার আয়োজন করা হয়েছিল। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ নিয়ে শোভাযাত্রা বের হয়েছিল। এই শোভাযাত্রায় বেশ কিছু ট্রাক ও ১০টি হাতি ছিল। চারিদিকে বিপুল জনসমাগম হয়েছিল। রাস্তার মোড়ে পৌঁছতেই হঠাৎ মেজাজ হারায় একটি হাতি।
Three elephants in Ahmedabad Rath Yatra procession went out of control and started running in the Khadia area of the city.
Situation under control. Fortunately as per reports nobody was injured. The Yatra continues!! pic.twitter.com/jTjXedQZnV
— Megh Updates 🚨™ (@MeghUpdates) June 27, 2025
মাহুত নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ক্ষুব্ধ হাতি দিগ্বিদিক শূন্য হয়ে ছুটতে থাকে। আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছুটতে থাকেন পুণ্যার্থীরা। ব্যারিকেড ভেঙে সরু গলির মধ্যে দিয়ে ছুটতে থাকে হাতি। পরে পশু চিকিৎসকরা ইনজেকশন দিয়ে ক্ষিপ্ত হাতিটিকে নিয়ন্ত্রণে আনে।
VIDEO | Gujarat: Three elephants go out of control during Jagannath Rath Yatra in Ahmedabad.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/HYWt1hC4sX
— Press Trust of India (@PTI_News) June 27, 2025
এই ঘটনার জেরে কিছুক্ষণ রথযাত্রা বন্ধ ছিল। হাতিটিকে নিয়ন্ত্রণে আনার পর তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ফের রথযাত্রা শুরু হয়। মনে করা হচ্ছে, প্রচণ্ড আওয়াজের জেরেই মেজাজ হারায় হাতিটি। ক্ষিপ্ত হয়ে ওঠে।

