AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেখুন: কাজের ফিরিস্তি চাওয়ায় সপাটে চড় কংগ্রেস বিধায়কের

রাজ্যের গৃহমন্ত্রী সুখজিন্দর সিং রাঁধবা বলেন, 'ওই বিধায়কের এমন আচরণ করা উচিৎ হয়নি। আমরা জনতার প্রতিনিধি। তাদের সেবা করার জন্যই রয়েছি।'

দেখুন: কাজের ফিরিস্তি চাওয়ায় সপাটে চড় কংগ্রেস বিধায়কের
| Edited By: | Updated on: Oct 20, 2021 | 3:56 PM
Share

চণ্ডীগঢ়: সামনেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। তার আগেই মাথাব্যাথা বাড়ল কংগ্রেসের। নির্বাচনী এলাকায় কাজের ফিরিস্তি নিয়ে নিয়ে প্রশ্ন করায় এক ব্যক্তিকে প্রকাশ্যে চড় মারলেন কংগ্রেস বিধায়ক যোগিন্দর পাল। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সমস্যায় পড়েছে পাঞ্জাবের শাসক দল।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা কুর্তা পরিহিত যোগিন্দর পাঞ্জাবের পাঠানকোট জেলার ভোয়া এলাকায় একটি তাবুর ভেতর ছোট একটি ছোট ভিড়ের মধ্য বক্তৃতা দিচ্ছেন। মনে হচ্ছিল তিনি গ্রামে হওয়া কাজের ব্যাপারে কথা বলছিলেন। তাঁর কথা বলার সময়ই গাঢ় খয়েরি রঙের এক যুবক তাঁর কাছে আসেন এবং কিছু বিড়বিড় করে বলতে থাকেন।

প্রথম দিকে যোগিন্দর তাঁকে দেখেও না দেখার ভান করে নিজের ব্যক্তব্য চালিয়ে যান। কাছে দাঁড়ানো এক পুলিশ আধিকারিক ওই যুবককে হাত ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু ওই যুবক চুপ না করে চিৎকার করে যোগিন্দরকে প্রতিক্রিয়া দিতে বাধ্য করেন। ওই যুবক চিৎকার করে বলতে থাকেন, ‘বাস্তবে আপনি করেছেন টা কী?’

যোগিন্দর শান্তভাবে ওই যুবককে সামনে আসতে বলেন। এরপর মাইকটি তার হাতে ধরিয়ে তাকে মারতে শুরু করেন। এর মধ্যে যে পুলিশকর্মী ওই যুবককে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনিও যুবকটিকে ঘুসি মারতে শুরু করেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে থাকা মানুষজনও ওই যুবককে মারছেন। ওই যুবক পালাতে গেলে তারা ধরে ফেলেন তাকে।

এই ব্যাপারে রাজ্যের গৃহমন্ত্রী সুখজিন্দর সিং রাঁধবা বলেন, ‘ওই বিধায়কের এমন আচরণ করা উচিৎ হয়নি। আমরা জনতার প্রতিনিধি। তাদের সেবা করার জন্যই রয়েছি।’ প্রসঙ্গত আর কয়েক মাসের মধ্যেই পাঞ্জাবে নতুন সরকার গঠন করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঞ্জাব কংগ্রেস নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব কাটিয়ে উঠে এই নির্বাচনে মনোযোগ দিচ্ছে। অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নতুন পার্টির ঘোষণাও করে ফেলেছেন। এই অবস্থায় এই ঘটনা পাঞ্জাব কংগ্রেসের নেতাদের নতুন করে সমস্যায় ফেলে দিয়েছে।

আরও পড়ুন: Joygaon: মর্মান্তিক! নদীর পাড় ভেঙে তোর্সার তোড়ে ভেসে গেল দুই শিশু