AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashwini Vaishnaw on WAVES 2025: ‘বিনোদন-সাংস্কৃতিক জগৎকে একত্রিত করবে’, WAVES সম্মেলন নিয়ে উচ্ছ্বসিত রেলমন্ত্রী

PM Modi: রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এ নিয়ে একটি টুইটও করেছেন। যেখানে তিনি লিখেছেন, 'এই শীর্ষ সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় মিডিয়ার সিইও (CEO), সবচেয়ে বড় বিনোদন আইকন এবং সারা বিশ্বের সৃজনশীল মনকে একত্রিত করবে। একত্রিত করবে বিনোদন, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক জগতকে।'

Ashwini Vaishnaw on WAVES 2025: 'বিনোদন-সাংস্কৃতিক জগৎকে একত্রিত করবে', WAVES সম্মেলন নিয়ে উচ্ছ্বসিত রেলমন্ত্রী
ভিডিয়ো কনফারেন্সে কথা মোদীরImage Credit: Ashwini Vaishnaw's x handle
| Edited By: | Updated on: Feb 08, 2025 | 9:24 PM
Share

নয়া দিল্লি: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (WAVES ২০২৫)-এর আয়োজন করেছে। ৫ ফেব্রুয়ারি সামিট শুরু হয়েছে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে WAVES সামিটের উপদেষ্টা বোর্ডের সদস্যদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এই উপদেষ্টা বোর্ডের সদস্যরা ভারতীয় সংস্কৃতি ও প্রযুক্তির প্রভাব-সহ নানা ইস্যুতে আলোচনা করেছেন।

রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এ নিয়ে একটি টুইটও করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘এই শীর্ষ সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় মিডিয়ার সিইও (CEO), সবচেয়ে বড় বিনোদন আইকন এবং সারা বিশ্বের সৃজনশীল মনকে একত্রিত করবে। একত্রিত করবে বিনোদন, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক জগতকে।’

ইতিমধ্যেই ওভেভ সামিটে উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে কথা বলেছেন মোদী। ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। দেশ-বিদেশের বিশিষ্ট মানুষজনদের সঙ্গে কথা বলেন তিনি। অমিতাভ বচ্চন, দিলজিৎ দোসান্ত, শাহরুখ খান, রনবীর কাপুর, চিরঞ্জীবী,অনিল কাপুর, অনুপম খেরদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি কথা হয় মুকেশ অম্বানির সঙ্গেও। ছিলেন আনন্দ মাহেন্দ্রা সহ অন্যান্যরাও। অর্থাৎ ভারত ও বিশ্বের শীর্ষ পেশাদারদের সঙ্গে কথোপকথন প্রধানমন্ত্রীর।