Woman Harassed: লিফ্টের নামে গাড়ির মধ্যে মহিলাকে গণধর্ষণের অভিযোগ
গাড়ির মধ্যে যৌন অত্যাচারের শিকার হয়ে তিনি গিয়েছিলেন রেভিনিউ থানায়। সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার গুরুত্ব দেখে রেভিনিউ থানা রেগুলার থানায় অভিযোগ স্থানান্তরিত করে। এর পর ঘটনার তদন্তে নামে সাতপুলি থানার পুলিশ।
সাতপুলি: লিফ্ট দেওয়ার নাম করে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের সাতপুলি এলাকায়। পুলিশে করা অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, তিনি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সে সময় ওই গাড়িটি এসে তাঁকে গন্তব্য নামিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। গাড়িতে চালক ছাড়াও এক ব্যক্তি ছিলেন। সেই প্রস্তাবে রাজি হয়ে গাড়িতে উঠেছিলেন ওই মহিলা। এর পর তাঁকে ২ জন মিলের গাড়ির মধ্যে ধর্ষণ করে বলে অভিযোগ। তার পর মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়।
গাড়ির মধ্যে যৌন অত্যাচারের শিকার হয়ে তিনি গিয়েছিলেন রেভিনিউ থানায়। সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার গুরুত্ব দেখে রেভিনিউ থানা রেগুলার থানায় অভিযোগ স্থানান্তরিত করে। এর পর ঘটনার তদন্তে নামে সাতপুলি থানার পুলিশ।
ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের গ্রাম থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। কিন্তু অপর অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।