Railways: ট্রেনে স্লিপার ক্লাসের টিকিট কেটেও চড়তে পারবেন এসিতে, ফলো করুন এই ট্রিক
Railways: কীভাবে কনফার্ম টিকিট পাওয়া যায় বা টিকিট আপগ্রেড করা যায়? জানেন কি, ওয়েট লিস্টে থাকা টিকিট নিজে থেকেই আপগ্রেড হয়ে যেতে পারে। টিকিট কাটার সময় মানতে হবে শুধু একটা ট্রিক।

নয়া দিল্লি: কাছে পিঠে হোক বা দূরে কোথাও, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অনেকেই ভরসা করেন ট্রেনের উপরে। তবে ট্রেনের বেশ কিছু ট্রিক সম্পর্কে জানেন না অনেকেই। এই যেমন কীভাবে কনফার্ম টিকিট পাওয়া যায় বা টিকিট আপগ্রেড করা যায়। জানেন কি, ওয়েট লিস্টে থাকা টিকিট নিজে থেকেই আপগ্রেড হয়ে যেতে পারে। টিকিট কাটার সময় মানতে হবে শুধু একটা ট্রিক।
এটা নতুন কোনও নিয়ম নয়। ২০০৬ সাল থেকেই রয়েছে, তবে বহু যাত্রীরাই এখনও ট্রেনের এই ট্রিকগুলি সম্পর্কে জানেন না। স্লিপার বা থার্ড ক্লাস এসিতে টিকিট কাটলে, তা আপগ্রেড করা যায়। আপগ্রেড হয়ে সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস এসি-তে যেতে পারেন আপনি। তবে দুইবারই আপগ্রেড হওয়া সম্ভব। অর্থাৎ স্লিপার ক্লাসের টিকিট থাকলে, তা সর্বাধিক ২ এসি-তে আপগ্রেড করা যাবে। এর জন্য কোনও অতিরিক্ত চার্জও লাগে না।
একইভাবে ওয়েটিং লিস্টে থাকা টিকিটও আরএসি এবং কনফার্ম হয়ে যেতে পারে। সেকেন্ড ক্লাস এসি-র টিকিট থাকলে, তা আপগ্রেড হয়ে ফার্স্ট ক্লাস এসির টিকিট হয়ে যেতে পারে।
কীভাবে এই টিকিট আপগ্রেড হবে?
টিকিট কাটার সময় একটা অপশন থাকে, অটো আপগ্রেডেশন। এই বক্সে যদি টিক দেওয়া থাকে, তাহলে আপার ক্লাসে সিট ফাঁকা থাকলে, তা আপনা-আপনি আপগ্রেড হয়ে যাবে।
এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যারা সম্পূর্ণ ভাড়া দিয়ে টিকিট কাটবেন, তারাই এই স্কিমের সুবিধা পাবেন। অর্থাৎ কোনও ডিসকাউন্ট দিয়ে টিকিট কাটলে, এই সুবিধা পাওয়া যাবে না।
প্রবীণ যাত্রীরা লোয়ার বার্থের জন্যও এই অটো-আপগ্রেডেশনের আবেদন করতে পারেন। তবে নিশ্চিতভাবে বলা যায় না যে আপগ্রেডেশন হবেই।

