কলকাতা: কখনও ওভারহেড, কখনও রেল ট্র্যাকের কাজ, কখনও সিগন্যালিং, বিগত কয়েক বছর ধরেই কখনও হাওড়া তো কখনও শিয়ালদহ শাখায় জোরকদমে কাজ করছে রেল। আর তার জেরেই বাতিল থাকছে গুচ্ছ গুচ্ছ ট্রেন। চরমে উঠছে যাত্রীগের ভোগান্তি। এরইমধ্যে লিলুয়া ও হাওড়া স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ সম্প্রসারণের কাজের জন্য প্রায় ৩০ জোড়া লোকাল ট্রেনসহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। হাওড়া ব্যান্ডেল শাখায় ৪২ দিন ৩০ জোড়া লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকছে। অফিস টাইমে সবথেকে বেশি দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। আর তাঁদের কথা মাথায় রেখেই এবার অসুবিধা কিছুটা কম করতে নতুন উদ্যোগ নিয়েছে রেল।
চলছে চার জোড়া স্পেশ্যাল ট্রেন। এদিন থেকেই সেই ট্রেনগুলি চলছে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। হাওড়া ব্যান্ডেল শাখায় সকাল ও সন্ধ্যে আপ-ডাউনে চলবে এই ট্রেনগুলি। তবে তাতে ভোগান্তি শেষ পর্যন্ত কতটা কমবে তা নিয়ে সন্দিহান নিত্যযাত্রীরা। এই শাখায় রোজ যাতায়াত করেন কান্তি চক্রবর্তী। চিন্তায় তিনিও। বলছেন, “প্রচুর সমস্যা হচ্ছে। সকলেরই সমস্যা। অফিসে তো ঠিক টাইমে পৌঁছানো যাচ্ছে না। বসের বকুনি খেতে হচ্ছে। স্পেশ্যাল ট্রেন চালানো হলে খুবই ভাল। কিন্তু, তাতে কতটা সমস্যা সমাধান হোক দেখা যায়। এখন তো আমরা সমস্যায় পড়ছি। রেল কাজ করছে করুক। কিন্তু, ট্রেন যাতে টাইমে চলে সেটা দেখা হোক।”
আর এক যাত্রী শ্রেয়া ঘোষ বলছেন, “স্পেশ্যাল ট্রেনে কিছুটা হলেও সমস্যা মিটবে। তবে পুরোপুরিভাবে যে ভোগান্তি শেষ হবে এতে তা তো নয়। তবে সকাল বিকালের দিকে দেওয়ায় অফিস যাত্রীদের কিছুটা সুবিধা হবে।”