Suvendu Adhikari: ‘শেষ ভোটে ৪-৫ হাজার ক্যামেরা দু’বার করে বন্ধ হয়েছিল’, কিসের গন্ধ পাচ্ছেন শুভেন্দু?
Suvendu Adhikari: শুভেন্দুর দাবি, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে ৪ থেকে ৫ হাজার ক্যামেরা দু’বার করে বন্ধ করা হয়েছিল। সেই তথ্যও তিনি দ্রুত সামনে আনবেন বলে জানান। শুভেন্দুর এই দাবি ঘিরেই নতুন করে শুরু হয়ে গিয়েছে চর্চা।

কলকাতা: ভোটার তালিকা পরিমার্জন নিয়ে যেখানে তৃণমূল কংগ্রেস তোপের পর তোপ দেগে চলেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যেখানে বিরোধীরা একযোগে গর্জে উঠছে বিজেপির বিরুদ্ধে, সেখানে এবার পাল্টা আক্রমণে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের সরব রোহিঙ্গা মুসলিমদের নিয়ে। সরব রাজ্যে অনুপ্রবেশকারীদের অবাধ বিচরণ নিয়ে। সেই সঙ্গে তুলে দিলেন গুরুতর অভিযোগ। শুভেন্দুর দাবি, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে ৪ থেকে ৫ হাজার ক্যামেরা দু’বার করে বন্ধ করা হয়েছিল। সেই তথ্যও তিনি দ্রুত সামনে আনবেন বলে জানান। শুভেন্দুর এই দাবি ঘিরেই নতুন করে শুরু হয়ে গিয়েছে চর্চা।
বিধানসভার বিরোধী দলনেতার দাবি, নিজেদের স্বার্থে আঘাত লাগতে পারে বুঝেই এখন তৃণমূল ভোটার লিস্ট পরিমার্জনে আপত্তি তুলছে। শুভেন্দু বলছেন, “ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম রয়েছে। যাঁরা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাঁদের নাম বাদ চলে যাবে। বাদ গেলে ওদের অসুবিধা হবে।”
সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এদিন সাংসাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্কে ১২ থেকে ১৪ বছরের বাচ্চারও নাম রয়েছে। সেই সময় নাম চলে যাবে, ভুয়ো ভোটারদের নাম বাদ হয়ে যাবে তাই ভয়ে এসব করছে। ২০ শতাংশ ভোট তো এদিক ওদিক করে। বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় তা হবে না, তাই অসুবিধা হচ্ছে।”





