Lake Town: মোবাইল চোরদের থেকে ফোন কিনে বাংলাদেশে পাচার, পুলিশের জালে আরও ৪

Kolkata Crime news: আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। মাটিগাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে দুই জন মহিলাও রয়েছে।

Lake Town: মোবাইল চোরদের থেকে ফোন কিনে বাংলাদেশে পাচার, পুলিশের জালে আরও ৪
লেক টাউন থানার বড় সাফল্য
Follow Us:
| Edited By: | Updated on: Apr 25, 2022 | 3:31 PM

কলকাতা : আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। মাটিগাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে দুই জন মহিলাও রয়েছে। রবিবার রাতে ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় লেকটাউন থানায়। আজ তাদের বিধাননগর আদালতে পেশ করা হবে। গত ২২ এপ্রিল লেকটাউন বাঙুর থেকে নাকা চেকিংয়ের সময় এক জনকে আটক করে পুলিশ। তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়, তাতেই সন্দেহ হয় পুলিশের। এরপর তাকে তল্লাশি করে তার কাছ থেকে ১৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ঘটনায় পুলিশ দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনের সন্ধান পায়।

২২ এপ্রিল রাতে লেকটাউন থানার পুলিশকর্মীরা ভিআইপি রোডের উপর লেকটাউন এলাকায় নাকা চেকিং চালাচ্ছিলেন। সেই সময়েই বিক্রম মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ১৪ টি মোবাইল ফোন উদ্ধার হয়। হাবড়ার বাসিন্দা ওই বিক্রম মণ্ডল বানজারা টিমের মূল পান্ডা বলে সূত্র মারফত জানা গিয়েছে। সে ছিল মূলত মোবাইল রিসিভার। বিভিন্ন জায়গায় মোবাইল চোরেদের থেকে মোবাইল ফোন কিনে অসম হয়ে বাংলাদেশে পাঠিয়ে দিত সে। ফলে পুলিশ আর চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে পারত না ভিন দেশে পাঠিয়ে দেওয়ার কারণে। সেই চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করে পুলিশ জানতে পেরেছে এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক মোবাইল পাচার চক্র কাজ করছে।

সেই সূত্র ধরেই বাকিদের খোঁজ শুরু করে পুলিশ। তাতেই আসে সাফল্য। ইতিমধ্যেই মাটিগাড়া থেকে চার জনকে গ্রেফতার করে নিউটাউনে নিয়ে আসা হয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সবের উত্তর খুঁজছেন নিউটাউন থানার পুলিশকর্মীরা।

আরও পড়ুন : Dilip Ghosh: সুকান্তর সাংগঠনিক অভিজ্ঞতা কম? নিজের মন্তব্যের কী ব্যাখ্যা দিলেন দিলীপ

আরও পড়ুন : Tangra Fire: আগুন নিভেছে, কিন্তু আতঙ্ক এখনও পিছু ছাড়ছে না ট্যাংরাবাসীর